ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসককে মারধর, কর্মবিরতি
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত শিক্ষানবিশ (ইন্টার্ন) চিকিৎসককে কতিপয় যুবক মারধর করেছে। এর প্রতিবাদে চিকিৎসকরা কর্মবিরতি শুরু করেন। পরে তাঁরা এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবি করেন।
হাসপাতাল সূত্র জানায়, আজ মঙ্গলবার দুপুর পৌনে ৩টার দিকে হাসপাতালের ১৩ নম্বর ওয়ার্ডের সামনে ১০-১২ জন স্থানীয় যুবক ঘুরাফেরা করছিল। এ সময় ইন্টার্ন চিকিৎসক মাজাহার তাদের কাছে ঘুরাফেরার কারণ জিজ্ঞেস করেন। ক্ষিপ্ত হয়ে যুবকরা চিকিৎসক মাজহারকে কিল ঘুষি মেরে হাসপাতাল থেকে বেরিয়ে যায়।
এর প্রতিবাদে তাৎক্ষণিক চিকিৎসকরা জরুরি বিভাগে তালা লাগিয়ে দেয়। পরে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) নেতারা, হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশের আশ্বাসের ভিত্তিতে চিকিৎসকরা বিকেল সাড়ে ৪টার দিকে জরুরি বিভাগের তালা খুলে দেন। কিন্তু কিছুক্ষণ পরই চিকিৎসকরা আবার জরুরি বিভাগে তালা লাগিয়ে দেন।
এ বিষয়ে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক মতিউর রহমান বলেন, পুলিশ হামলাকারীদের গ্রেপ্তারের আশ্বাস দিয়েছে। এখন পরিস্থিতি শান্ত আছে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম জানান, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা হবে। হাসপাতালের পরিস্থতি শান্ত আছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
নিজস্ব প্রতিবেদক : নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ এলাকায় কোটা আন্দোলনকারী সংগঠকবিস্তারিত পড়ুন