ময়মনসিংহ-৩ উপ-নির্বাচন, ২ প্রার্থীর ভোটবর্জন
ময়মনসিংহ: ময়মনসিংহ-৩ আসনের উপ-নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী শামসুজ্জামান জামাল ও স্বতন্ত্র প্রার্থী হাফেজ আজিজুল হক ভোটবর্জন করেছেন।
সোমবার দুপুরে ভোটকেন্দ্র দখল, এজেন্টদের মারধর, ভোট কারচুপির অভিযোগ এনে তারা এ ভোটবর্জন করেন।
এদিকে ময়মনসিংহ-১ এবং ময়মনসিংহ-৩ আসনের উপ-নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ, র্যাব, বিজিবি ও আনসারসহ ৭ হাজার ৮২৬ জন সদস্য নিয়োজিত রয়েছে। প্রতিটি কেন্দ্রে ৮ থেকে ১০ জন পুলিশ, ১৪ জন আনসারসহ ২২ জন নিয়োজিত রয়েছে।
এছাড়া আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের ৯২টি মোবাইল টিম (প্রতি টিমে ৭ জন করে), পৌরসভা ও প্রতিটি ইউনিয়নের জন্য পুলিশের একটি স্ট্রাইকিং ফোর্স, ৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৬টি ভ্রাম্যমাণ টিম, ২২০ জন বিজিবি সদস্য এবং র্যাব টহলে রয়েছে। এছাড়া নির্বাচনের আগের দিন ও নির্বাচন পরবর্তী সহিংসতা রোধে মাঠে আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছে।
প্রসঙ্গত, সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির ও প্রমোদ মানকিনের মৃত্যুতে এ দুই আসনে উপ-নির্বাচন হচ্ছে। এখানে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
নান্দাইলে চাচাতো ভাইয়ের হাতে চাচাতো ভাই খুন
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বুধবার (১৯ জুন) সকালে ক্ষেতের আইল কাটাকেবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে জনসচেতনামূলক সভা
ভূমি সংক্রান্ত সকল অনলাইন সেবার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “স্মার্টবিস্তারিত পড়ুন