যখনই সুযোগ পাব দলকে শতভাগ দিবো: অলক কাপালি
গতবারের বিপিএলে শেষ বলে চার মেরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে চ্যাম্পিয়ন্স ট্রফি তুলে দিয়েছিলেন অলক কাপালি। তবে এবার তিনি কুমিল্লার হয়ে না খেলছেন খুলনার হয়ে। লাকিম্যান কাপলির দল খুলনা রয়েছে পয়েন্ট টেবিলের দুই নম্বরে।
টিম কম্বিনেশনের কারণে দলে ঠিকমতো সুযোগ পাচ্ছেন না জানিয়ে কাপলি বললেন; শুরুর দিকে খারাপ করেছি তা কিন্তু না। শুরুর দিকে আমি সুযোগ পাই নাই ওইভাবে। যখনেই সুযোগ পাব টিমকে শতভাগ দেওয়ার চেষ্টা করবো। ওটাই আমার মেইন টার্গেট।
সোমবার (২৮ নভেম্বর)মিরপুরের হোম অব ক্রিকেটের একাডেমির মাঠে অনুশীলন শেষে সংবাদ মাধ্যমকে এসব কথা বলেন তিনি।
খুলনা টাইটান্স ৯ ম্যাচে ছয় জয় ও তিন পরাজয়ে ১২ পয়েন্টে নিয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বরে অবস্থান করছে।
পরবর্তী ম্যাচগুলোতে কি লক্ষ্য থাকবে এ ব্যাপারে কাপালি বলেন: এরকম চিন্তা-ভাবনা আমাদের কোনো সময় ছিল না। শুরু থেকেই আমরা বলে আসছি, আমরা ম্যাচ বাই ম্যাচ খেলবো। প্রথমে আমাদের ধরা হয়েছিল আন্ডারডগ। ওই হিসেবে আমরা কিন্তু চেষ্টা করছি শতভাগ দেয়ার। আমাদের দলে কোনো বড় নাম নাই, এটা সবাই বলছে। আমরা শুধু আমাদের খেলাটা খেলতেছি। নিয়মিত হয়তো আমরা ৮০/৯০ ভাগ দিয়েছি। কালকের ম্যাচটা আমরা যদি শতভাগ দিতে পারি আমাদের জন্য খুব ভালো হবে।
মঙ্গলবার ক্রিস গেইলের চট্টগ্রাম ভাইকিংসের মুখোমুখি হবে খুলনা টাইটান্স, গেইলকে নিয়ে আলাদা করে ভাবনা কিছু আছে কিনা এমন জবাবে কাপালি জানালেন: আসলে সবসময় বলে আসছি টি- টোয়েন্টি বলা মুশকিল কে জিতবে, কে হারবে। তারপরও চিটাগং দল ভালো অবস্থানে আছে, আমাদেরও ভালো সময় যাচ্ছে। আমার মনে হয় আমরা ইতিবাচক থাকবো, চেষ্টা করবো। কে আছে ওই দলে সেটা চিন্তা করে আমরা ইতিবাচক খেলাটা খেলবো। এটাই আমাদের মূল প্ল্যান।
ব্যাটিংয়ে খুলনা মাহমুদউল্লাহ নির্ভর কিনা এমন প্রশ্নের জবাবে অলক বলেন:এখন মোটামুটি প্রায় সবাই ফর্মে আসতেছে। শুভাগত রানে ছিল না। এখন একটা ম্যাচ সেরা হয়েছে। রিক্কি রানে ছিল না, ও রান করতেছে। পুরানও রানে ছিল না, এখন রানে আছে। আর রিয়াদ তো করতেছেই। আমার মনে হয় যে, আমাদের টোটাল যদি দেখেন আমাদের এক থেকে সাতের মধ্যে তিন-চারজন কিন্তু প্রতিদিন রান পাচ্ছে। আমার মনে হয় টি- টোয়েন্টিতে তিনজন যদি ভালো ব্যাটিং করতে পারে তাহলে আর কিছু লাগে না।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন