‘যদি এই ঘটনা না ঘটতো তাহলে কি পরিমাণ দর্শক হতো!
এবারের ঈদে সারাদেশের প্রেক্ষাগৃহে চারটি ছবি মুক্তি পেয়েছে। এগুলোর মধ্যে মোস্তফা কামাল রাজ পরিচালিত সম্রাট ছবি মুক্তি পেয়েছে ৭৬টি হলে। ইতোমধ্যে দর্শকদের হলমুখী ঢল আশান্বতিত করেছে চলচ্চিত্র সংশ্লিষ্টদের। দেশের সঙ্কটময় মুহূর্তেও দর্শকেরা হলে যাচ্ছেন এটাকে ইতিবাচক বলেই মনে করছেন সম্রাট ছবির পরিচালক। সম্রাট ছবিতে অভিনয় করেছেন শাকিব খান ও অপু বিশ্বাস। এছাড়াও কলাকাতার জনপ্রিয় অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত অভিনয় করেছেন এই ছবিতে। প্রথম সপ্তাহ সফলতার সাথে শেষ করতে যাওয়ার আগেই দ্বিতীয় সপ্তাহের জন্যও বুকিং শুরু হয়েছে।
পরিচালক মোহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, বিগত ঈদ গুলোতে বাংলা চলচ্চিত্র নিয়ে আলোচনা হতো না এবারের ঈদে সম্ভাব্য মুক্তি পাওয়া ছবিগুলো নিয়ে আলোচনা হচ্ছিল। এবার সব ধরনের দর্শকেরা হলে গিয়ে ছবি দেখছেন। গুলশান ট্রাজেডির পরে পরেও দর্শকেরা হলে গিয়ে টিকেট পাচ্ছেন না, এটা খুব ছোট বিষয় না। যদি এই ঘটনা না ঘটতো তাহলে কি পরিমাণ দর্শক হতে পারতো চিন্তা করেন!
তিনি বলেন, সম্রাট মুক্তি পেয়েছে ৭৬টি হলে, দ্বিতীয় সপ্তাহেও বুকিং চলছে। আমি আমার ছবির বিষয়ে যে পরিমাণ প্রত্যাশা করেছিলাম, তারচেয়ে অনেক বেশি সাড়া পেয়েছি।
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন