যমুনার ভাঙ্গনে রেহাই পাচ্ছেনা গাইবান্ধার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান
তোফায়েল হোসেন জাকির, গাইবান্ধা ঃ গাইবান্ধার সাঘাটা উপজেলার বিভিন্ন এলাকায় যমুনা নদীর অব্যহত ভাঙ্গনে রেহাই পাচ্ছেনা শিক্ষা প্রতিষ্ঠান। উপজেলার চিনিরপটল গ্রামের দক্ষিণ এলাকা হলদিয়া গোবিন্দপুর ও বেড়া গ্রাম যমুনা নদীর ভাঙনের কবলে পড়েছে। অব্যাহত ভাঙ্গনে গত এক মাসে আরও ৩০টি ঘরবাড়ী বিলীন হয়ে গেছে।
ভাঙ্গন ঝুকিতে রয়েছে কানাইপাড়া দাখিল মাদ্রাসার ৩ তলা ভবণ, হলদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ভবণ, ইউনিয়ন পরিষদ ভবণ, ৩টি জামে মসজিদ, বেড়া বালিকা উচ্চ বিদ্যালয়, বেড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় সহ বিস্তৃর্ণ এলাকার ঘরবাড়ী।
যমুনা নদী পানি হ্রাস পেতে শুরু করায় উপজেলার অন্যান্য পয়েন্টে ভাঙন তেমন না থাকলেও হলদিয়া এলাকায় তীব্র ভাঙ্গন ভয়াবহ রূপ ধারণ করেছে। ফলে ভাঙ্গন এলাকায় অবস্থিত কানাইপাড়া দাখিল মাদ্রাসার ৩ তলা ভবণের পূর্বাংশের ২টি পিলারের নিচ থেকে মাটি ধসে যাওয়ায় ৩ তলা এই ভবণটি হুমকীতে রয়েছে। যে কোন মুহুর্তে এ ভবণটি ভেঙে পরতে পারে।
এদিকে স্থানীয় লোকজন স্বেচ্ছাশ্রমে অন্যস্থানে ড্যাম্পিং জি.ও ব্যাগগুলো তুলে এনে ভাঙ্গন এলাকায় ফেলে প্রতিরোধের চেষ্টা করছে। ভাঙ্গন প্রতরোধে গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের তেমন তৎপরতা না থাকায় ভবণ রক্ষার্থে মাদ্রাসা কর্তৃপক্ষ লিখিত ভাবে উপজেলা নির্বাহী অফিসারের বরাবরে আবেদন জানিয়েছেন।
গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে গত অর্থ বছরে ১১ কোটি ৯৬ লাখ টাকা ব্যয়ে উপজেলার হলদিয়া, গোবিন্দপুর ও গোবিন্দী এবং পাশ্ববর্তী ফুলছড়ি উপজেলার কাতলামারী ও গণকবর সহ ৫টি পয়েন্টে ভাঙ্গন প্রতিরোধে বালু ভর্তি জি.ও ব্যাগ ড্যাম্পিং করে নদীর তীর সংরক্ষণ প্রকল্পের কাজ ঠিকাদারের মাধ্যমে কাজ শুরু হয়। কিন্তু এলাকাবাসীর অভিযোগ ওই সব এলাকায় আশানুরুপ কাজ না করেই কাগজে কলমে প্রকল্পের কাজ সমাপ্ত দেখানো হয়েছে। কানাইপাড়া দাখিল মাদ্রাসার সুপার আব্দুল খালেক জানান এখানে জি.ও ব্যাগ আশানুরূপ ড্যাম্পিং না হওয়ার কারণে ভাঙ্গন থামেনি। এই প্রতিষ্ঠানের মূল্যবান স্থাপনাটি বিলীন হয়ে গেলে এই প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা ঠিকানাহীন হয়ে পড়বে।
গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী প্রকাশ কুমার সরকার জানান পূর্বের টেন্ডারের বরাদ্দের কাজ শেষ হয়েছে। এখন নতুন করে বরাদ্দ পাওয়া গেলে আবারও ভাঙন প্রতিরোধের কাজ করা হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় শয়নকক্ষ থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় পান্নাবিস্তারিত পড়ুন
গাইবান্ধায় সাড়ে তিন বছরের শিশু ধর্ষণের চেষ্টায় যুবক গ্রেপ্তার
গাইবান্ধা সদর উপজেলায় সাড়ে তিন বছরের একটি শিশুকে ধর্ষণের চেষ্টাবিস্তারিত পড়ুন
গাইবান্ধার ফুলছড়িতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা
এল. এন. শাহী, গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়িতে যৌতুকের দাবীতেবিস্তারিত পড়ুন