যশোরে অসুস্থ্য হয়ে ১০ ছাত্রী হাসপাতালে, অভিযোগ প্রতিষ্ঠানের বিরুদ্ধে
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপর দিয়ে বইছে লু-হাওয়া। গত কয়েকদিন ব্যারোমিটারে যশোরে ধরা পড়েছে দেশের সর্বোচ্চ তাপমাত্রা। এর মধ্যে আবার বিদ্যুতের লোডশেডিং চরম মাত্রায় পৌঁছেছে। এমন পরিস্থিতিতে দুর্বিসহ হয়ে উঠেছে জনজীবন। গতকাল মঙ্গলবার যশোর নার্সিং ইনসটিটিউটের আট ছাত্রী অসুস্থ হয়ে পড়েছেন। তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অভিযোগ রয়েছে প্রচ- গরমের পাশাপাশি ছাত্রীদের পর্যাপ্ত খাদ্য সরবরাহ না করায় তারা অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থ ছাত্রীরা লিমা, সুরাইয়া, নাজনীন, মুক্তা, সালমা, নূপুর, মুন্নি, সাথী, শারমিন ও ফাতেমা। এরা যশোর জেনারেল হাসপাতাল কম্পাউন্ডে অবস্থিত নার্সিং ইনসটিটিউটের বিভিন্ন বর্ষের ছাত্রী। মঙ্গলবার রাতে তাদের জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
একাধিক ছাত্রী সেবিকা ও রোগী কল্যাণ সমিতির সাংস্কৃতিক সম্পাদক এসএম জাহাঙ্গীর হোসেন অভিযোগ করেন, ‘নার্সিং ইনসটিটিউটের ইনচার্জ সেলিনা ইয়াসমিন পুষ্প ছাত্রীদের জন্য বরাদ্দ টাকার বড় অংশ আত্মসাত করেন। এমনকি হোস্টেলে থাকা ছাত্রীদের ঠিকমতো খাবারও সরবরাহ করা হয় না। মঙ্গলবার দুপুরে ছাত্রীদের শুধু ঢেড়সের তরকারি দিয়ে ভাত খেতে দেওয়া হয়। এজন্য ক্ষুধা আর প্রচ- গরমে ছাত্রীরা অসুস্থ হয়ে পড়েছেন।’
যশোর জেনারেল হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডা. মোস্তফা কামাল সৈকত বলেন, ‘পেটে ক্ষুধা থাকলে শরীরে অনেক ধরনের অসুস্থতা দেখা দিতে পারে। ছাত্রীরা প্রচ- গরমে ‘ম্যাস সাইকো ইলনেস’ রোগে আক্রান্ত হয়েছে। খাবার কম সরবরাহের অভিযোগটি সঠিক নয়।’
এই সংক্রান্ত আরো সংবাদ
বেনাপোলের কিশোরী জোনাকির মরদেহ যশোরে উদ্ধার
যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়া মডেল মসজিদের পাশে একটি পুকুর থেকেবিস্তারিত পড়ুন
শিশুর গলায় পিস্তল ঠেঁকিয়ে স্বর্ণালঙ্কার লুট
বৃহস্পতিবার দিবাগত রাতে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ঝাউদিয়া গ্রামেবিস্তারিত পড়ুন
জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘিরে অভিযান
জঙ্গি আস্তানা সন্দেহে যশোর পৌর এলাকায় একটি দোতলা বাড়ি ঘিরেবিস্তারিত পড়ুন