যশোরে গুলিবিদ্ধ যুবকের ‘লাশ উদ্ধার’
যশোর সদর উপজেলার মথুরাপুর এলাকায় গুলিবিদ্ধ এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।
গতকাল বুধবার দিবাগত রাত ২টার দিকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।
যুবকের পরিচয় জানাতে পারেনি পুলিশ। তবে স্থানীয় কিছু লোকের ভাষ্য, গুলিবিদ্ধ যুবক গত ২৬ সেপ্টেম্বর যশোরের বাঘারপাড়ায় গণপিটুনির শিকার তিন ছিনতাইকারীর একজন আজাদুর রহমান টোকন (৩৮) । ২৭ সেপ্টেম্বর তিনি পুলিশ হেফাজত থেকে পালিয়ে যান। তাঁর বাড়ি ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার মকিমপুর গ্রামে।
অস্ত্র মামলায় টোকন ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। গতকাল দিবাগত রাতে গুলিবিদ্ধ হয়ে নিহত ব্যক্তির সঙ্গে টোকনের চেহারার অনেক মিল আছে।
পুলিশের ভাষ্য, লাশ উদ্ধারের সময় ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান ও একটি গুলি উদ্ধার করা হয়েছে।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস হোসেন বলেন, রাতে যশোর-ঝিনাইদহ সড়কে দুই দল সন্ত্রাসীর মধ্যে গোলাগুলি চলছে বলে খবর পায় পুলিশ। সেই খবরের ভিত্তিতে পুলিশের একটি দল সেখানে যায়। মথুরাপুর ফিলিং স্টেশনের প্রায় ৫০০ গজ দূরে অবস্থান নিয়ে সন্ত্রাসীদের ছত্রভঙ্গ করতে পুলিশ পাঁচটি গুলি ছোড়ে।
এরপর সন্ত্রাসীরা সেখান থেকে পালিয়ে গেলে গুলিবিদ্ধ এক যুবককে পড়ে থাকতে দেখা যায়। পরে তাঁকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এম আবদুর রশিদ জানান, অজ্ঞাত ওই ব্যক্তির মাথায় একটি গুলির চিহ্ন আছে। হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ
বেনাপোলের কিশোরী জোনাকির মরদেহ যশোরে উদ্ধার
যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়া মডেল মসজিদের পাশে একটি পুকুর থেকেবিস্তারিত পড়ুন
শিশুর গলায় পিস্তল ঠেঁকিয়ে স্বর্ণালঙ্কার লুট
বৃহস্পতিবার দিবাগত রাতে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ঝাউদিয়া গ্রামেবিস্তারিত পড়ুন
জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘিরে অভিযান
জঙ্গি আস্তানা সন্দেহে যশোর পৌর এলাকায় একটি দোতলা বাড়ি ঘিরেবিস্তারিত পড়ুন