যশোরে চীনা নাগরিককে পিটিয়ে হত্যা, আটক ২
যশোর উপশহর এলাকায় চ্যাং হিং সং (৪৫) নামে এক চীনা নাগরিককে বৃহস্পতিবার সকালে দুর্বৃত্তরা পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে পুলিশ।
নিহত চ্যাং হিং সং ইজিবাইকের ব্যাটারির আমদানিকারক ছিলেন। এই ব্যবসার কারণে তিনি দীর্ঘদিন ধরে যশোর উপশহর এলাকার মহিলা কলেজের পাশে হামিদা ভিলা নামে তিনতলা ভবনের নীচতলায় ভাড়া থাকতেন।
পুলিশ জানায়, চ্যাং হিং সং নিখোঁজ রয়েছেন বলে আজ বৃহস্পতিবার সকালে থানায় অভিযোগ করতে যান তার ব্যক্তিগত সহকারী নাজমুল। এসময় সন্দেহ হলে পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী ওই বাড়ি থেকে চ্যাং হিং সং-এর লাশ উদ্ধার করে পুলিশ। এসময় নাজমুলের ভাতিজা মুক্তাদিরকেও আটক করে পুলিশ।
আটক নাজমুল ও মুক্তাদিরের বাড়ি নেত্রকোণা জেলায়। টাকা আত্মসাতের জন্যই এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
নিহত চ্যাং হিং সং-এর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। খবর পেয়ে ঢাকা থেকে তার স্ত্রী টেমু লাই এন যশোর পৌঁছেছেন। পুলিশ লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেছে।
যশোরের উপশহর এলাকা থেকে চেং হি সাং (৪২) নামে এক চীনা নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।
যশোরের পুলিশ সুপার (এসপি) আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, চেং হি সাং চীনের ব্যাটারি কোম্পানির দায়িত্ব ছিলেন বলে জানা গেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
বেনাপোলের কিশোরী জোনাকির মরদেহ যশোরে উদ্ধার
যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়া মডেল মসজিদের পাশে একটি পুকুর থেকেবিস্তারিত পড়ুন
শিশুর গলায় পিস্তল ঠেঁকিয়ে স্বর্ণালঙ্কার লুট
বৃহস্পতিবার দিবাগত রাতে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ঝাউদিয়া গ্রামেবিস্তারিত পড়ুন
জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘিরে অভিযান
জঙ্গি আস্তানা সন্দেহে যশোর পৌর এলাকায় একটি দোতলা বাড়ি ঘিরেবিস্তারিত পড়ুন