যশোরে ছাগল নিয়ে মারামারিতে আহত কৃষকের মৃত্যু..!!

যশোর: ছাগলে ক্ষেতের ফসল খাওয়াকে কেন্দ্র করে মারামারিতে যশোরের চৌগাছায় আহত আলমগীর হোসেন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
সোমবার সন্ধ্যায় ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত আলমগীর হোসেন চৌগাছার পাতিবিলা গ্রামের আবদুস সাত্তারের ছেলে।
চৌগাছা থানার উপপরিদর্শক (এসআই) আতিকুর রহমান আতিক জানান, গত শনিবার আলমগীরের একটি ছাগল একই গ্রামের আতিয়ারের ছেলে শরিফুল ইসলামের ক্ষেতের ফসল খায়। এ নিয়ে শরিফুল ও তার ভাই সাইফুল মিলে আলমগীর এবং তার মাকে মারপিট করেন। এক পর্যায়ে প্রতিবেশীরা ঘটনাটি মীমাংসা করে দেন। কিন্তু রোববার বিকেলে গ্রামের দোকানে কেনাকাটা করতে গেলে আলমগীরের সঙ্গে নতুন করে কথাকাটাকাটি হয় শরিফুলের। তখন আলমগীরকে দেশি অস্ত্র দিয়ে আঘাত করে।
পরে স্থানীয়রা আলমগীরকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হওয়ায় দায়িত্বরত চিকিৎসক তাকে ঢাকায় রেফার করেন। রাতেই তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সন্ধ্যায় মারা যান তিনি।
এসআই আতিকুর রহমান আতিক আরো জানান, মৃতদেহটি ঢাকা থেকে চৌগাছায় আনা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা করা হচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

বেনাপোলের কিশোরী জোনাকির মরদেহ যশোরে উদ্ধার
যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়া মডেল মসজিদের পাশে একটি পুকুর থেকেবিস্তারিত পড়ুন

শিশুর গলায় পিস্তল ঠেঁকিয়ে স্বর্ণালঙ্কার লুট
বৃহস্পতিবার দিবাগত রাতে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ঝাউদিয়া গ্রামেবিস্তারিত পড়ুন

জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘিরে অভিযান
জঙ্গি আস্তানা সন্দেহে যশোর পৌর এলাকায় একটি দোতলা বাড়ি ঘিরেবিস্তারিত পড়ুন