যশোরে ট্রাকচাপায় দুই কলেজছাত্রী নিহত
যশোরে ট্রাকচাপায় দুই কলেজছাত্রী নিহত হয়েছেন। আজ সোমবার বিকাল তিনটার দিকে যশোর শহরের বকচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় মোটরসাইকেলচালক নাসির উদ্দিন গাজী গুরুতর আহত হয়েছেন। তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন- মণিরামপুর উপজেলার দত্তকোনা গ্রামের আজিজুর রহমানের মেয়ে পপি পারভীন (২৫) ও একই গ্রামের নূর মোহাম্মদ গাজীর মেয়ে রুমেছা খাতুন (২০)।
এর মধ্যে পপি পারভীন যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্স শেষ পর্বের ছাত্রী এবং রুমেছা খাতুন মণিরামপুর মহিলা কলেজের অর্থনীতি বিভাগের সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।
যশোর কোতয়ালি থানার উপ-পরিদর্শক তারিকুল ইসলাম জানান, প্রতিবেশি চাচা নাসির উদ্দিনের সঙ্গে যশোর বোর্ডে কাজে এসেছিলেন পপি ও রুমেছা খাতুন। কাজ শেষে বিকালে মোটরসাইকেলে তারা বাড়ি ফিরছিলেন। পথে শহরের বকচর এলাকায় একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দেয়। এতে দুই কলেজছাত্রী মারা যান।
এই সংক্রান্ত আরো সংবাদ
বেনাপোলের কিশোরী জোনাকির মরদেহ যশোরে উদ্ধার
যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়া মডেল মসজিদের পাশে একটি পুকুর থেকেবিস্তারিত পড়ুন
শিশুর গলায় পিস্তল ঠেঁকিয়ে স্বর্ণালঙ্কার লুট
বৃহস্পতিবার দিবাগত রাতে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ঝাউদিয়া গ্রামেবিস্তারিত পড়ুন
জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘিরে অভিযান
জঙ্গি আস্তানা সন্দেহে যশোর পৌর এলাকায় একটি দোতলা বাড়ি ঘিরেবিস্তারিত পড়ুন