যশোরে ডাক্তার খুনে দু’জনের ফাঁসি
যশোরের আলোচিত ডা. শফিক হত্যা মামলায় দু’জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে যশোরের স্পেশাল ট্রাইব্যুনাল আদালতের বিচারক নিতাই চন্দ্র সাহা এই দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- যশোর শহরের ঘোপ নওয়াপাড়া এলাকার রজব আলীর ছেলে আশিকুর রহমান বাবলু (৪০) ও একই এলাকার মৃত মিরাতুল হকের ছেলে সাইফুল ইসলাম জাকির (৩৬)। তবে বাবলু পলাতক। মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে।
আদালত সূত্র জানায়, ২০০৯ সালের ২৯ জুলাই শহরের জেস ক্লিনিকে ক্লিনিকের মালিক ডা. শফিকুল ইসলামকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় পরদিন ৩০ জুলাই ডা. শফিকের পিতা আব্দুস সালাম বাদী হয়ে ৪ জনের বিরুদ্ধে যশোর কোতোয়ালি মডেল থানায় মামলা করেন।
যশোরের স্পেশাল ট্রাইব্যুনাল আদালতে মামলার বিচারকাজ শেষে বিচারক আসামি বাবলু ও জাকিরকে মৃত্যুদণ্ড এবং অপর দুই আসামি উপশহর এলাকার রাব্বু ওরফে মুরসালিন ও ঘোপ নওয়াপাড়া এলাকার মো. রায়হানকে বেকসুর খালাস দেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
বেনাপোলের কিশোরী জোনাকির মরদেহ যশোরে উদ্ধার
যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়া মডেল মসজিদের পাশে একটি পুকুর থেকেবিস্তারিত পড়ুন
শিশুর গলায় পিস্তল ঠেঁকিয়ে স্বর্ণালঙ্কার লুট
বৃহস্পতিবার দিবাগত রাতে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ঝাউদিয়া গ্রামেবিস্তারিত পড়ুন
জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘিরে অভিযান
জঙ্গি আস্তানা সন্দেহে যশোর পৌর এলাকায় একটি দোতলা বাড়ি ঘিরেবিস্তারিত পড়ুন