যশোরে ড্রেন থেকে মানুষের কঙ্কাল উদ্ধার

যশোরে একটি ড্রেন থেকে মানুষের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। কঙ্কালটি উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (৩১ মে) দুপুর ১২টার দিকে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বাসভবনের সামনের ড্রেন থেকে এ কঙ্কাল উদ্ধার করা হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন জানান, সোমবার দুপুর ১২টার দিকে খবর পেয়ে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর বাস ভবনের সামনের ভাঙা প্রাচীরের নিচ থেকে মানুষের শরীরের হাড় উদ্ধার করা হয়েছে। পাশেই ঘাসের উপর থেকে মাথার খুলি উদ্ধার করা হয়। হাড়ের সাথে একটি সবুজ রঙের শাড়ির অংশ বিশেষ এবং ঘিয়ে রঙের পেটিকোট ছিল। ধারণা করা হচ্ছে কঙ্কালটি অন্তত এক মাস আগের। কেউ হয়তো কোনো নারীকে এখানে মেরে ফেলে দিতে পারে অথবা আশেপাশের কোনো কবরস্থান থেকে শিয়াল-কুকুর মানুষের মরদেহ টেনে এখানে আনতে পারে। কঙ্কালটি উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জনান, পাশেই বস্তায় ভরা একটি কুকুরের মরদেহ ছিল। বেশ কয়েকদিন ধরে দুর্গন্ধ বের হচ্ছিল। ফলে ওই দুর্গন্ধ মানুষের লাশের না কুকুরের তা বোঝা যাচ্ছিল না।
এই সংক্রান্ত আরো সংবাদ

বেনাপোলের কিশোরী জোনাকির মরদেহ যশোরে উদ্ধার
যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়া মডেল মসজিদের পাশে একটি পুকুর থেকেবিস্তারিত পড়ুন

শিশুর গলায় পিস্তল ঠেঁকিয়ে স্বর্ণালঙ্কার লুট
বৃহস্পতিবার দিবাগত রাতে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ঝাউদিয়া গ্রামেবিস্তারিত পড়ুন

জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘিরে অভিযান
জঙ্গি আস্তানা সন্দেহে যশোর পৌর এলাকায় একটি দোতলা বাড়ি ঘিরেবিস্তারিত পড়ুন