যশোরে বন্দুকযুদ্ধে যুবক গুলিবিদ্ধ
যশোরে বন্দুকযুদ্ধে পুলিশ হেফাজতে থাকা আক্তারজ্জামান ডিকু নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন।
রোববার রাত সোয়া দুইটার দিকে শহরের ধর্মতলা রেলক্রসিংয়ের কাছে এই ঘটনা ঘটে বলে পুলিশের দাবি। গুলিবিদ্ধ আক্তারজ্জামান ডিকু শহরের খড়কী এলাকার ওলিয়ার রহমানের ছেলে।
যশোর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস হোসেন জানান, রোববার বিকেলে ডিকুকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে অস্ত্রের সন্ধান দেয়। পরে রাত সোয়া দুইটার দিকে পুলিশ তাকে নিয়ে ধর্মতলা রেলক্রসিংয়ের পূর্ব দিকে একটি ব্রিজের কাছে যায় অস্ত্র উদ্ধারের জন্য। কিন্তু সেখানে আগে থেকে ওত পেতে থাকা ডিকুর সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে ৬-৭ রাউন্ড গুলি ছুড়ে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
পরে পুলিশও পাল্ট গুলিবর্ষণ করে। এসময় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে ডিকু আহত হয়। তাকে চিকিৎসার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পুলিশ।
তিনি আরো বলেন, বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার হয়েছে। ডিকুর বিরুদ্ধে থানায় ১২টি মামলা রয়েছে বলে পুলিশ জানায়।
এই সংক্রান্ত আরো সংবাদ

বেনাপোলের কিশোরী জোনাকির মরদেহ যশোরে উদ্ধার
যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়া মডেল মসজিদের পাশে একটি পুকুর থেকেবিস্তারিত পড়ুন

শিশুর গলায় পিস্তল ঠেঁকিয়ে স্বর্ণালঙ্কার লুট
বৃহস্পতিবার দিবাগত রাতে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ঝাউদিয়া গ্রামেবিস্তারিত পড়ুন

জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘিরে অভিযান
জঙ্গি আস্তানা সন্দেহে যশোর পৌর এলাকায় একটি দোতলা বাড়ি ঘিরেবিস্তারিত পড়ুন