যশোরে বিএনপি নেতা খুনে মামলা হয়নি
যশোর : যশোরে জেলা বিএনপির সহ-সাংগঠনিক ফেরদৌস হোসেন (৫০) ‘দলীয় প্রতিপক্ষে’র ছুরিকাঘাতে খুনের ঘটনায় এখানো কোনো মামলা হয়নি এবং এর সঙ্গে জড়িতদের এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি। নিহত ফেরদৌস হোসেন শহরতলীর বিরামপুর এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাত ১০টার দিকে শহরের লোহাপট্টি এলাকায় বিএনপি নেতা ফেরদৌস হোসেনের সাথে ‘বিএনপিকর্মী’ ফারুকের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ফারুক তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেয়ার কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ওহিদুজ্জামান আজাদ জানান, তার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করা হলে অতিরিক্ত রক্তক্ষরণে মারা যান।
যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ সাবেরুল হক সাবু জেলা বিএনপিতে ফেরদৌস হোসেনের দলীয় পরিচয় নিশ্চিত করেছেন। তিনি অভিযোগ করে বলেন, ‘ফেরদৌস ক্ষমতাসীন দলের সন্ত্রাসীদের ভয়ে নিজবাড়িতে না থেকে শহরে বসবাস করতেন। সন্ত্রাসীরাই তাকে হত্যা করেছে। এ ঘটনায় জড়িত আসামিদের তিনি দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
যশোর কোতোয়ালি মডেল থানার ওসি ইলিয়াস হোসেন জানান, অভ্যন্তরীণ বিরোধের জের ধরে দলীয় প্রতিপক্ষের ছুরিকাঘাতে ফেরদৌস খুন হয়েছে। বৃহস্পতিবার বিকেলে তিনি (ওসি) মুঠোফোনে জানান, এখন পর্যন্ত কেউ থানায় মামলা করতে আসেনি। হত্যাকাণ্ডের ঘটনায় কেউ আটকও হয়নি।
এই সংক্রান্ত আরো সংবাদ
বেনাপোলের কিশোরী জোনাকির মরদেহ যশোরে উদ্ধার
যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়া মডেল মসজিদের পাশে একটি পুকুর থেকেবিস্তারিত পড়ুন
শিশুর গলায় পিস্তল ঠেঁকিয়ে স্বর্ণালঙ্কার লুট
বৃহস্পতিবার দিবাগত রাতে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ঝাউদিয়া গ্রামেবিস্তারিত পড়ুন
জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘিরে অভিযান
জঙ্গি আস্তানা সন্দেহে যশোর পৌর এলাকায় একটি দোতলা বাড়ি ঘিরেবিস্তারিত পড়ুন