যশোরে বিদ্যালয়ের দপ্তরিকে হত্যা
যশোর: যশোর সদর উপজেলার বাজুয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশপ্রহরী সাগর দত্তকে (৩০) শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শনিবার সকাল ১০ টার দিকে তার মৃতদেহ বিদ্যালয়ের পাশ থেকে পুলিশ উদ্ধার করেছে। পরে দুপুরে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে তার ময়নাতদন্ত করা হয়।
মৃত সাগর সদর উপজেলার বাজুয়াডাঙ্গা গ্রামের মনোতোষ দত্তের ছেলে। তিনি ওই গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন।
সাগরের মামাতো ভাই মিঠুন দত্ত জানান, সাগর প্রতিদিনের ন্যায় শুক্রবার রাতে বাজুয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নৈশপ্রহরীর দায়িত্ব পালন করতে বাড়ি থেকে বের হয়। দায়িত্বরত অবস্থায় তাকে শ্বাসরোধে হত্যা করে বিদ্যালয়ের দ্বিতীয় তলার পিছন দিক থেকে গলায় রশি টানিয়ে নিচে নামিয়ে দেয়া হয়। শনিবার সকাল ১০ টার দিকে বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা দেখতে পেয়ে বাড়িতে খবর দেন। স্বজনরা এসে দেখে লাশটি মাটিতে পড়ে আছে এবং গলায় রশি ঝুলছে।
তার ভগ্নিপতি প্রসেন কুমার সেন জানিয়েছেন, বিদ্যালয়ে দপ্তরি নিয়োগ নিয়ে দ্বন্দ্ব ছিল। এ নিয়ে শ্বাসরোধে হত্যা করে গলায় রশি দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে।
যশোর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) তপন কুমার জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার কীভাবে মৃত্যু হয়েছে সেটা ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া না গেলে বলা সম্ভব নয়।
এই সংক্রান্ত আরো সংবাদ
বেনাপোলের কিশোরী জোনাকির মরদেহ যশোরে উদ্ধার
যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়া মডেল মসজিদের পাশে একটি পুকুর থেকেবিস্তারিত পড়ুন
শিশুর গলায় পিস্তল ঠেঁকিয়ে স্বর্ণালঙ্কার লুট
বৃহস্পতিবার দিবাগত রাতে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ঝাউদিয়া গ্রামেবিস্তারিত পড়ুন
জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘিরে অভিযান
জঙ্গি আস্তানা সন্দেহে যশোর পৌর এলাকায় একটি দোতলা বাড়ি ঘিরেবিস্তারিত পড়ুন