যশোরে বোমা বিস্ফোরণে আহত দুজনের মৃত্যু
যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের আন্দোলপোতা এলাকায় বোমার বিস্ফোরণে আহত পাঁচজনের মধ্যে দুজন মারা গেছেন। গতকাল বুধবার রাত ৮টার দিকে আন্দোলপোতায় বোমা বিস্ফোরণে তাঁরা আহত হয়েছিলেন।
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আন্দোলপোতা হাজি মতিউর রহমান ডিগ্রি কলেজের একটি কক্ষে বোমা বানানোর সময় এবাদুল হোসেন, সবুজ, মোস্তফা, রুবেল ও রাকিব নামে পাঁচজন আহত হন। তাঁদের প্রথমে একটি ক্লিনিকে গোপনে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁদের যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার ভোরে তাঁদের মৃত্যু হয়েছে।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন দুজনের মৃত্যুর বিষয়টি জানিয়েছেন।
গতকাল আহত ব্যক্তিরা দাবি করেছিলেন, আন্দোলপোতা বাজারে তাঁরা বসেছিলেন। এ অবস্থায় দুর্বৃত্তরা তাঁদের ওপর বোমা হামলা চালায়।
সার্জারি বিশেষজ্ঞ মনিরুজ্জামান লর্ড জানান, বাকি তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
এই সংক্রান্ত আরো সংবাদ
বেনাপোলের কিশোরী জোনাকির মরদেহ যশোরে উদ্ধার
যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়া মডেল মসজিদের পাশে একটি পুকুর থেকেবিস্তারিত পড়ুন
শিশুর গলায় পিস্তল ঠেঁকিয়ে স্বর্ণালঙ্কার লুট
বৃহস্পতিবার দিবাগত রাতে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ঝাউদিয়া গ্রামেবিস্তারিত পড়ুন
জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘিরে অভিযান
জঙ্গি আস্তানা সন্দেহে যশোর পৌর এলাকায় একটি দোতলা বাড়ি ঘিরেবিস্তারিত পড়ুন