যশোরে সড়ক থেকে কৃষকের লাশ উদ্ধার
যশোরের কেশবপুর উপজেলায় একটি সড়ক থেকে শওকত হোসেন মোড়ল (৪৮) নামের এক কৃষকের লাশ উদ্ধার করা হয়েছে।
আজ শনিবার ভোরে ভাণ্ডারখোলা-পরচক্রা সড়ক থেকে শওকতের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত শওকত কেশবপুরের হাড়িয়াঘোপ গ্রামের বাসিন্দা। তিনি কৃষিকাজের পাশাপাশি মুরগিও বিক্রি করতেন।
কেশবপুর থানার পরিদর্শক (তদন্ত) মাসুদুর রহমান জানান, মোড়লের মাথায় আঘাতের চিহ্ন আছে। রাতে ওই পথ দিয়ে যাওয়ার সময় তাঁকে পিটিয়ে হত্যা করা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এ ব্যাপারে পুলিশ নিহতের ভাই নজরুল ইসলাম মোড়লকে আটক করেছে।
মাসুদুর রহমান জানান, জমি কেনা নিয়ে দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব ছিল।
পুলিশের এই কর্মকর্তা আরো জানান, নিহত মোড়লের লাশ উদ্ধারের পর থানায় নিয়ে যাওয়া হয়। পরে লাশ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
বেনাপোলের কিশোরী জোনাকির মরদেহ যশোরে উদ্ধার
যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়া মডেল মসজিদের পাশে একটি পুকুর থেকেবিস্তারিত পড়ুন
শিশুর গলায় পিস্তল ঠেঁকিয়ে স্বর্ণালঙ্কার লুট
বৃহস্পতিবার দিবাগত রাতে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ঝাউদিয়া গ্রামেবিস্তারিত পড়ুন
জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘিরে অভিযান
জঙ্গি আস্তানা সন্দেহে যশোর পৌর এলাকায় একটি দোতলা বাড়ি ঘিরেবিস্তারিত পড়ুন