যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
যশোর-ঝিনাইদহ সড়কে দুর্ঘটনায় ৩ জন নিহত ও আরও ৭ জন আহত হয়েছেন। আজ রবিবার সকালে শহরের শানতলা এলাকায় বাসের সাথে থ্রি-হুইলারের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- যশোরের চৌগাছা উপজেলার ফুলসারা গ্রামের বদরুদ্দিন ঢালীর ছেলে লাভলু ঢালী (৩৫) ও তার ভাই জাকির এবং একই এলাকার নূর মোহাম্মদের ছেলে ফরিদ হোসেন (২৮)।
হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে থ্রি হুইলারে করে চৌগাছা থেকে যাত্রীরা যশোরের দিকে আসছিল। পথিমধ্যে শানতলা এলাকায় পৌঁছুলে চৌগাছামুখি একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন বলেন, লাভলু ঢালীকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। এদিকে, অবস্থার অবনতিতে গুরুতর আহত ফরিদ এবং জাকিরকে ঢাকায় নিয়ে যাওয়ার পথে তাদের মৃত্যু হয়।
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি আহতরা হলেন, চৌগাছার ফুলসারা এলাকার সোহেল (২৫), আশরাফুল (৩০), সাজেদুর (২৬), শওকত (২৬), আসাদ (৩৫) এবং চান্দা আফরা এলাকার উজ্জ্বল (৩০)। এরা সবাই শানতলা এলাকায় অবস্থিত একটি ফ্যাক্টরিতে কাজ করেন।
যশোর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন জানান, বাসটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
বেনাপোলের কিশোরী জোনাকির মরদেহ যশোরে উদ্ধার
যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়া মডেল মসজিদের পাশে একটি পুকুর থেকেবিস্তারিত পড়ুন
শিশুর গলায় পিস্তল ঠেঁকিয়ে স্বর্ণালঙ্কার লুট
বৃহস্পতিবার দিবাগত রাতে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ঝাউদিয়া গ্রামেবিস্তারিত পড়ুন
জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘিরে অভিযান
জঙ্গি আস্তানা সন্দেহে যশোর পৌর এলাকায় একটি দোতলা বাড়ি ঘিরেবিস্তারিত পড়ুন