যশোরে ৩ কোটি টাকার টেন্ডার বক্স ছিনতাই!
যশোরে তিন কোটি টাকার কাজের টেন্ডার জমা পড়া বাক্স ছিনতাই করে নিয়েছে দুর্বৃত্তরা। বুধবার বেলা ১১ টার দিকে গণপূর্ত বিভাগের যশোর অফিসের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম। একই সাথে তিনি চলমান দরপত্র বাতিল করে পুনরায় দরপত্র আহ্বান করা হবে বলে জানিয়েছেন।
সূত্র জানায়, দেশের ১৫টি জেলা শিল্পকলা একাডেমি নবায়ন, সংস্কার মেরামত কাজ শীর্ষক প্রকল্পের আওতায় যশোরে চারটি গ্রুপের কাজের জন্য দরপত্র আহ্বান করা হয়। এর মধ্যে যশোর শিল্পকলা একাডেমির মূল ভবন ও আনুষঙ্গিক অবকাঠামো সিভিল ও স্যানিটারি মেরামত, অভ্যন্তরীণ বৈদ্যুতিক লাইন মেরামতসহ সাউন্ড সিস্টেম সরবরাহ ও স্থাপন, ২০ কেভি জেনারেটর স্থাপন এবং ৩০০ কেভি সাব স্টেশন স্থাপন কাজ। এজন্য ১৯ মে দরপত্র আহ্বান করে ৮ জুন জমা দেয়ার দিন নির্ধারণ করা হয়। কিন্তু এদিন পুলিশের সামনে থেকেই জমা পড়া দরপত্রসহ বক্স ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
অফিসের কর্মকর্তারা জানিয়েছেন, ১৬টি দরপত্র বিক্রি হয়েছিলো। গণপূর্ত অফিস ছাড়াও, জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপারের দপ্তরের সামনে দরপত্র জমা দেয়ার জন্য বক্স রাখা হয়েছিল। কিন্তু গণপূর্ত অফিসের নির্বাহী প্রকৌশলীর অফিসের বাক্সটি ছিনতাই করা হয়। সেখানে যশোর কোতোয়ালি থানার এসআই মাহফুজসহ ৪/৫জন পুলিশ দায়িত্বে ছিলেন। তাদের সামনে থেকেই বাক্সটি দুর্বৃত্তরা নিয়ে গেলেও বাধা দেয়া হয়নি।
তবে অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা বলছেন, বক্সটি তালা দেয়া ছিলো। এটি খুলে জমা পড়া দরপত্র নেয়ার সুযোগ নেই। পুলিশের সামনে থেকে দরপত্রসহ বক্স নিয়ে যায় ছিনতাইকারীরা। পুলিশ দায় এড়াতে কৌশলী হয়ে বলছে; বক্স থেকে কখন কাগজপত্র নিয়ে গেছে তা নাকি তারা বুঝতে পারিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ
বেনাপোলের কিশোরী জোনাকির মরদেহ যশোরে উদ্ধার
যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়া মডেল মসজিদের পাশে একটি পুকুর থেকেবিস্তারিত পড়ুন
শিশুর গলায় পিস্তল ঠেঁকিয়ে স্বর্ণালঙ্কার লুট
বৃহস্পতিবার দিবাগত রাতে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ঝাউদিয়া গ্রামেবিস্তারিত পড়ুন
জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘিরে অভিযান
জঙ্গি আস্তানা সন্দেহে যশোর পৌর এলাকায় একটি দোতলা বাড়ি ঘিরেবিস্তারিত পড়ুন