যাত্রীবাহী বাস খাদে পড়ে মা-ছেলেসহ নিহত ৫
খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলার সাপমারা এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে মা-ছেলেসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৩০ জন।
আজ বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে এ ঘটনা ঘটে। খাগড়াছড়ির পুলিশ সুপার মজিদ আলী বিষয়টি জানিয়েছেন।
নিহতরা হলো- মাটিরাঙার ১০ নম্বর এলাকার মা মহিমা খাতুন (২৫), তাঁর ছেলে আল আমীন (৬), ব্যাঙমারা এলাকার ঋধি চাকমা (৭), মো. মুসলিম উদ্দিন (৫৫), বাসচালকের সহকারী শাহাবুদ্দিন (২৫)। সহকারীর বাড়ি উপজেলার বর্ণাল এলাকায়। মাটিরাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদৎ হোসেন টিটু নিহতদের পরিচয় জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে, খাগড়াছড়ি থেকে চট্টগ্রামগামী যাত্রীবাহী বাসটি সাপমারা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। ঘটনাস্থলে এক শিশুসহ তিনজনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পথে আরেকজনের মৃত্যু হয় বলে জানা গেছে। পরে হাসপাতালে আরেকজন মারা যায়।
আহতদের খাগড়াছড়ি হাসপাতাল ও মাটিরাঙা থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ছাড়া আশংকাজনক অবস্থায় তিনজনকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার পর খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও স্থানীয় লোকজন উদ্ধার কাজে অংশ নেয়।
এই সংক্রান্ত আরো সংবাদ
খাগড়াছড়িতে সাংবাদিককে পেটালেন যুবলীগ নেতা
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় নুর নবী অন্তর নামে স্থানীয় এক সাংবাদিককেবিস্তারিত পড়ুন
উপজাতি গৃহবধূকে পাহাড়ের নিচে গলা কেটে হত্যা
খাগড়াছড়ির গুইমারা দুর্গম এলাকায় পাহাড়ের নিচ থেকে মহিনী ত্রিপুরা (৩৫)বিস্তারিত পড়ুন
খাগড়াছড়িতে প্রেমে ব্যর্থ হয়ে গলায় ফাঁস দিয়ে কলেজ ছাত্রীর আত্মহত্যা
প্রেমে ব্যর্থ হয়ে গলায় ফাঁস দিয়ে আরিফা বেগম নামে একবিস্তারিত পড়ুন