যাত্রীবাহী লঞ্চ চলাচল শুরু
সদরঘাট নৌ-বন্দর থেকে ৩৬টি নৌ-রুটের ৬৫ ফিটের নীচের (ছোট লঞ্চ) যাত্রীবাহী লঞ্চ চলাচলের নির্দেশ দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘রোয়ানু’র আঘাত ক্রমশ কমে আসায় এবং বৈরী আবহাওয়া কিছুটা কমতে থাকায় শনিবার বিকেল সাড়ে ৫টা থেকে এই নির্দেশ দেয়া হয়।
সদরঘাট নৌ-বন্দরের যুগ্ম পরিচালক (যান্ত্রিক) জয়নাল আবেদিন বলেন, ৬৫ ফিটের নীচের লঞ্চ চলাচলের নির্দেশ দিয়েছি। তবে বৈরী আবহাওয়া পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ৬৫ ফিটের উপরে কোনো লঞ্চ চলাচল করতে পারবে না।
এর আগে শুক্রবার বিকেলে সাড়ে ৪টা থেকে বিআইডব্লিউটিএ এক ঘোষণায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সারা দেশের নৌপথে নৌযান চলাচল বন্ধের নির্দেশ দেয়।
আবহাওয়া পুরোপুরি অনুকূলে না আসা পর্যন্ত ৬৫ ফিটের উপরে যেকোনো লঞ্চ চলাচল বন্ধ থাকার আদেশ বলবৎ থাকবে বলে জানিয়েছেন জয়নাল আবেদিন।
এই সংক্রান্ত আরো সংবাদ

সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরেরবিস্তারিত পড়ুন

রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
রাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বর্তমান ওবিস্তারিত পড়ুন

ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন