যানজটে নাকাল নগরবাসী
রাজধানীতে যানজটে নাকাল হয়েছেন নগরবাসী। আজ বুধবার সকাল থেকে শাহাবাগসহ নগরীর বেশ কয়েকটি সড়কে তীব্র যানজট দেখা দেয়।
এতে ঘণ্টার পর ঘণ্টা সড়কে আটকে থাকতে হয় যাত্রীদের। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন নারী ও শিশুরা। দীর্ঘ জটে যাত্রীদের কেউ কেউ গাড়িতেই ঘুমিয়ে পড়েন। এক ঘণ্টার পথ যেতে হয়েছে আড়াই থেকে তিন ঘণ্টায়। দুঃসহ যানজটে দীর্ঘ সময় গাড়ি একই স্থানে আটকে থাকায় বিরক্ত হয়ে অনেককেই হেঁটে গন্তব্যের উদ্দেশে রওনা হতে দেখা গেছে। ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির পক্ষ থেকে নেওয়া বর্ণাঢ্য কর্মসূচির জন্যই এই যানজট দেখা দিয়েছে বলে জানিয়েছেন ভুক্তভুগিরা।
যদিও ছাত্রলীগের পক্ষ থেকে এর আগে জানানো হয়েছিলো, প্রতিবছরই প্রতিষ্ঠাবার্ষিকীতে রাস্তা বন্ধ রেখে র্যালির কারণে রাজধানীবাসীকে যানজটে ভুগতে হয়। এবার যানজট এড়াতে দুই পাশেই রাস্তায় গাড়ি চলাচলের স্থান রেখে সারিবদ্ধভাবে র্যালি করবে ছাত্রলীগ। অপরাজেয় বাংলা থেকে র্যালি শুরু হয়ে শাহবাগ মোড়, সেগুনবাগিচা, কাকরাইল মোড়, বিজয় সরণি ও পল্টন হয়ে বঙ্গবন্ধু এভিনিউয়ে শেষ হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে হবে প্রতিষ্ঠাবার্ষিকীর মূল আয়োজন। আজ সকাল সাড়ে ৬টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি ও দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। কার্জন হলে সকাল ৮টা ১ মিনিটে কেক কাটা হবে। সকাল ১০টায় বর্ণাঢ্য আনন্দ র্যালি। র্যালির শুভ উদ্বোধন করবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
দেশ স্বাধীন ও স্বাধীনতার পর মানুষের অধিকার আদায়ে ভূমিকা রেখেছে সংগঠনটি। ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ, ১৯৬৬ সালের ছয় দফা দাবি, ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থান ও নম্বই পরবর্তী সময়ে স্বৈরাচারবিরোধী আন্দোলনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ছাত্রলীগ। তবে আধিপত্য, টেন্ডারবাজি ও নিজেদের মধ্যে সংঘর্ষ, দলীয় কর্মী মারা যাওয়ায় পত্রিকায় বড় শিরোনাম হতে হয়েছে ছাত্রলীগকে। নানা সমালোচনার মুখেও পড়েছে সংগঠনটি।
এই সংক্রান্ত আরো সংবাদ
রবিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না
গ্যাস পাইপলাইনের মেরামত কাজ ও জরুরি স্থানান্তরের জন্য রবিবার দেশেরবিস্তারিত পড়ুন
জেমিনি চ্যাটবটে যুক্ত হলো মেমোরি, যে সুবিধা পাওয়া যাবে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনিতে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল।বিস্তারিত পড়ুন
ঢাকা সিটি কলেজে ক্লাস বন্ধ রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত
ঢাকা কলেজের বাস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার সংঘর্ষেবিস্তারিত পড়ুন