যানজটে পড়লে যা করেন শাহরুখ!
বলিউডের ব্যস্ততম অভিনেতাদের মধ্যে শাহরুখ খান অন্যতম। কিন্তু তারপরও সময় বের করে ছোট ছেলে আব্রাম খানের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেন। শাহরুখ জানিয়েছেন, রাস্তায় যানজটে পড়লে সন্তানরাই সেসময়কার সঙ্গী হয়ে ওঠে।
মুম্বাইয়ে ‘দিলওয়ালে’ ছবির ‘গেরুয়া’ গানের প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহরুখ খান। সেখানেই সন্তানদের সঙ্গে সময় কাটানোর বিষয়টি প্রকাশ করেন তিনি। শাহরুখ বলেন, যানজটে পড়লে আমি আমার সন্তানদের সঙ্গে ভিডিও চ্যাটিং করি। ঐ সময়টার সঠিক ব্যবহার করে আমি আমার পরিবারকে সময় দিয়ে থাকি।
দিলওয়ালের গান বিষয় পিটিআইকে শাহরুখ বলেছেন, রোমান্স থেকে অনুপ্রাণিত হয়ে গানটির দৃশ্যায়িত হয়েছে। ‘কাভি খুশি কাভি গাম’ ছবির ‘সুরাজ হুয়া মাথ্থাম’ গানটি মিসরে গরমের মধ্যে দৃশ্যায়িত হয়েছিল। আর ‘গেরুয়া’ গানটি আইসল্যান্ডে প্রচণ্ড ঠাণ্ডার মধ্যে দৃশ্যায়িত হয়েছে। আমি মনে করি এটা ভালোবাসারই এক অভিব্যক্তি। খবর: ওয়ান ইন্ডিয়া।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন