‘যানজট কমাতে কাজ করছে মোবাইল কোর্ট’
মহাসড়কগুলোতে যানজট কমাতে মোবাইল কোর্ট কাজ করছে। এতে করে ঘরেফেরা মানুষরা নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারবেন বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। আজ রবিবার দুপুর ১টার দিকে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া চৌরাস্তায় বিআরটিএর মোবাইল কোর্ট পরিচালনা পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আশা করছি সড়ক মহামড়কে কোথাও কোনো যানজট হবে না। সারা দেশের বিভিন্ন পয়েন্টে মোবাইল কোর্ট পরিচালনা হচ্ছে। মোবাইল কোর্টের মাধ্যমে কেরানীগঞ্জের তেঘরিয়া ও মাওয়া চৌরাস্তা মিলিয়ে ৩৪টি মামলা হয়েছে এবং ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মন্ত্রী বলেন, বর্তমানে রাস্তার কোনো সমস্যা নেই। যানজট হচ্ছে দুর্বল ড্রাইভারের কারণে। এ ছাড়া ঈদুল আজহায় পশুবাহী ফিটনেসবিহীন গাড়ি চলে এবং রাস্তায় রাস্তায় বিকল হয়ে পড়ে, এটাও যানজটের একটা কারণ। আশুলিয়া সাভারে গার্মেন্টগুলো একই সময় ছুটি হওয়ায় তখন হাজার হাজার শ্রমিক রাস্তায় চলে আসে। এতে করে যানজটের সৃষ্টি হয়। এই সময় তিনি পুলিশ, স্কাউট, গাড়ির মালিক ও সাংবাদিকসহ সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।
মাওয়া চৌরাস্তায় মোবাইল কোর্ট পরিচালনা করেন বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আব্দুস সালাম। সকাল ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত মোবাইল কোর্ট চলে। এ সময় বিভিন্ন ক্যাটাগরির ১১টি মামলা করা হয় এবং ২১ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন