যানবাহনে যৌন হয়রানি বন্ধে ‘মনিটরিং কমিটি’
যানবাহনে নারী যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত ও যৌন হয়রানি বন্ধে ১৫ সদস্যর একটি ‘মনিটরিং কমিটি’ করছে সরকার। মঙ্গলবার সচিবালয়ে জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের ২৪তম সভা শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের এ তথ্য জানান।
যানবাহনে নারী যাত্রীদের নিরাপত্তার অভাব ও যৌন হয়রানির বিভিন্ন অভিযোগ সভায় তুলে ধরেন কয়েকজন আলোচক।
ওবায়দুল কাদের বলেন, পর্যবেক্ষণ করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যানের নেতৃত্বে ১৫ সদস্যর একটি কমিটি এই পর্যবেক্ষণ চালাবে। কমিটিতে বিভিন্ন পক্ষের প্রতিনিধিরাও থাকবেন বলে জানান মন্ত্রী।
উল্লেখ্য, গত ডিসেম্বরে মানিকগঞ্জ থেকে ঢাকায় আসার পথে যৌন হয়রানির শিকার হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। তার অভিযোগের ভিত্তিতে ওই বাসের চালকের সহকারীকে পুলিশ আটক করে।
অ্যাকশনএইড বাংলাদেশের ‘নিরাপদ নগর কর্মসূচির ভিত্তিমূলক জরিপ’ এর তথ্য অনুযায়ী, দেশের শহর অঞ্চলে গণপরিবহন, রাস্তা, বাজার ও বিপণিবিতানেই সবচেয়ে বেশি যৌন হয়রানির শিকার হন।জরিপে অংশগ্রহণকারী নারীদের ৪৮ শতাংশই বলেছেন, বাসের চালক বা ভাড়া আদায়কারীর মুখে অবমাননাকর ভাষা শোনার অভিজ্ঞতা তাদের হয়েছে।
নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকনসহ সড়ক পরিবহন খাতের প্রতিনিধিরা এ সভায় উপস্থিত ছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
রাজধানী ঢাকার সরকারি আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ হত্যাচেষ্টারবিস্তারিত পড়ুন

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন