বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

যেভাবে বুঝবেন সহকর্মী আপনার প্রেমে পড়েছেন!

অফিসে প্রেম! আজকাল এটি খুবই স্বাভাবিক একটা বিষয়। মনোবিজ্ঞানীরা গবেষণা করে এর কিছু কারণ বের করেছেন। অফিসে অন্তত আট ঘণ্টা আপনাকে কাটাতে হয়। এর মানে দিনের অনেকটা সময় আপনি আপনার সহকর্মীদের সঙ্গে পার করেছেন। এ কারণেই একজন আরেকজনের প্রতি ভালোবাসা অনুভব করাটাই খুব স্বাভাবিক।

আপনি কি কখনো লক্ষ করেছেন, কোনো সহকর্মী আপনার কাছাকাছি আসার চেষ্টা করছে? যদি তাঁর আচরণে এমন কিছু ধরা পড়ে, তাহলে ধরে নেবেন, নির্ঘাৎ তিনি আপনার প্রেমে পড়েছেন। এমন আরো অনেক লক্ষণ আছে, যা দেখলে বুঝতে পারবেন, সহকর্মী আপনাকে মনে মনে পছন্দ করতে শুরু করেছেন।

১. যেকোনো কাজের অজুহাতে সে আপনার সঙ্গে বারবার কথা বলার চেষ্টা করছে। এবং যেকোনো বিষয়ে সে কথা বাড়িয়ে দীর্ঘ সময় আপনার সঙ্গে কাটাতে চাইছে। এ রকম হলে বুঝে নেবেন, আপনার সহকর্মী আপনার সঙ্গ বেশ উপভোগ করছেন এবং আপনাকে তিনি পছন্দ করেন, সেটা বোঝানোর চেষ্টা করছেন।

২. তিনি প্রায়ই আপনার দিকে আড়চোখে তাকান। বিষয়টি অনেকবারই আপনার চোখে পড়েছে। কিন্তু মজার বিষয় হলো, আপনার কাছে ধরা পড়ে তিনি এ বিষয়ে আরো আনন্দ অনুভব করছেন এবং একই কাজ বারবার করছেন। এর মানে একটাই, তিনি আপনার প্রেমে হাবুডুবু খাচ্ছেন।

৩. কাজের ক্ষেত্র তো রয়েছেই, এ ছাড়া ছোট ছোট বিষয়ে তিনি আপনার মতামত নেওয়ার চেষ্টা করছেন। এর মানে হলো, তিনি বারবার আপনার সঙ্গে কথা বলার সুযোগ খুঁজছেন। আর এমন আচরণই প্রেমে পড়ার লক্ষণগুলোর মধ্যে একটি।

৪. তিনি প্রতিটি কাজেই আপনাকে উৎসাহ দেওয়ার চেষ্টা করছেন। যদিও আপনার বস আপনার কাজে খুব একটা খুশি নন। তবুও সহকর্মী আপনার কাজের প্রশংসা করছেন। এই প্রশংসার মাধ্যমেই তিনি নিজের ভালোবাসা আপনার কাছে প্রকাশ করছেন।

৫. আপনার আর তাঁর ডেস্ক হয়তো এক জায়গায় নয়। তবুও ঘুরেফিরে তিনি বারবার আপনার কেবিনেই চলে আসেন। আট ঘণ্টার মধ্যে আপনার চারপাশে বেশ কয়েকবারই চক্কর কাটেন। এর মানে হলো, আপনার সঙ্গে সময় কাটানো এবং আপনাকে একনজর দেখার প্রবল ইচ্ছা তাঁর মধ্যে কাজ করে।

৬. যখন আপনি কোনো অফিশিয়াল ঝামেলায় পড়বেন, তখন তিনি আপনাকে সাহায্য করার জন্য নিজের কাজ বাদ দিয়ে উঠেপড়ে লাগবেন। এই কাজটি শুধু সেই সহকর্মী করবেন, যিনি আপনাকে ভালোবেসে ফেলেছেন।

৭. আপনার জন্মদিনের কথা তাঁর মনে থাকবে এবং আপনার জন্য উপহার আনতেও ভুলবেন না। এর মানে হলো, তিনি বোঝানোর চেষ্টা করছেন, আপনার প্রতি তাঁর বেশ আগ্রহ রয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

মানবদেহে আদার অনেক উপকার

আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন

হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?

বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন

ধনিয়া পাতার উপকারি গুণ

চিকিৎসকদের মতে, ধনে বা ধনিয়া একটি ভেষজ উদ্ভিদ যার অনেকবিস্তারিত পড়ুন

  • ওজন কমাতে যা খাওয়া যেতে পারে
  • প্রতিদিনের খাদ্যতালিকায় রসুন
  • আমলকি কখনো স্বাস্থ্যের জন্য ‘বিপজ্জনক’ হয়ে ওঠে
  • বাসি দই ও পান্তা ভাতের আশ্চর্যজনক উপকারিতা
  • স্বাদে ও পুষ্টিগুণে ভরপুর সবজি হলো লাউ
  • মৌসুমের সব রেকর্ড ভেঙে তাপমাত্রার পারদ উঠল ৪৩ ডিগ্রিতে
  • যেসব অঞ্চলে টানা ৩ দিন ঝড়বৃষ্টি
  • ২৪ ঘণ্টা না যেতেই ফের কমলো স্বর্ণের দাম
  • গরমে চুলের যত্ন নেবেন কীভাবে?
  • একলাফে সোনার দাম ভ‌রিতে কমলো ৩১৩৮ টাকা
  • কত দিন পর পর টুথব্রাশ বদলাবেন?
  • ত্বকের দাগ দূর করার ঘরোয়া উপায়