যার আমন্ত্রণে এক মঞ্চে তিন খান
ভারতে নরেন্দ্র মোদি সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি হবে ২৬ মে। বর্ষপূর্তি উপলক্ষে দেশটির রাজধানী দিল্লির ইন্ডিয়া গেটে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানে একসঙ্গে দেখা যাবে শাহরুখ খান, সালমান ও আমির খানকে। পাশাপাশি বলিউডের প্রথম সারির তারকাদেরও দেখা যাবে এ অনুষ্ঠানে। ভারতীয় সংবাদমাধ্যমে এ খবর প্রকাশ করা হয়েছে।
প্রায় ৬০ হাজার মানুষ এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। আট ঘণ্টাব্যাপী অনুষ্ঠানের নামকরণ করা হয়েছে ‘জারা মুসকুরা দো’। অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি তুলে ধরা হবে দুই বছরে মোদি সরকারের বিভিন্ন অর্জন।
বলিউডের বিগ বি অমিতাভ বচ্চন অনুষ্ঠানের সূচনা করবেন। এ ছাড়া বলিউড তারকা অজয় দেবগন, এ আর রহমান, রিতেশ দেশমুখ, রাজকুমার হিরানিসহ অন্য তারকাদেরও অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে।
বলিউডের শীর্ষ তিন অভিনেতা শাহরুখ, সালমান এবং আমির খান এর আগে ২০১৪ সালের ২ ডিসেম্বর রজত শর্মার জনপ্রিয় টকশো ‘আপ কি আদালত’র ২১ বছরপূর্তি অনুষ্ঠানে প্রথমবারের মতো একসঙ্গে মঞ্চে হাজির হয়েছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন