যার কারণে ঘর ভাঙছে কোয়েলের

টালিউডের কিংবদন্তি অভিনেতা রঞ্জিত মল্লিকের মেয়ে কোয়েল মল্লিক। বাবার ব্যাপক পরিচিতির সুবাদে খুব সহজেই টালিউডে অভিষেক হয় তার।
তবে অভিনয়ে নাম লিখিয়ে দ্রুতই নিজেকে নিয়ে যান প্রথম সারির নায়িকাদের তালিকায়। কখনও জিতের সঙ্গে জুটি গড়ে আবার কখনও দেবের সঙ্গে।
দেবের চেয়ে জিতের বিপরীতেই বেশি দেখা গেছে কোয়েলকে। একসময় তো এমন গুঞ্জনও চলছিল যে জিতের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন কোয়েল।
কিন্তু সেই গুঞ্জন ছড়িয়ে পড়ার আগেই ২০১৩ সালে প্রযোজক নিসপাল সিংকে বিয়ে করেন কোয়েল। ৩ বছর ভালোভাবেই চলছিল সবকিছু। কিন্তু সম্প্রতি ভারতের কিছু ট্যাবলয়েড দাবি করেছে, নিসপাল সিং এবং কোয়েল মল্লিকের সংসারে ভাঙনের সুর বাজছে।
আর তাদের সংসার ভাঙনের পেছনে আরেক নায়িকা সায়ন্তিকা ব্যানার্জির নাম উঠে এসেছে। নিসপাল সিং নায়িকা সায়ন্তিকার সঙ্গে সম্পর্ক গড়েছেন।
বিয়ের পর নিসপাল সিংয়ের প্রযোজনা প্রতিষ্ঠান সুরিন্দর ফিল্মসের ব্যানারে টানা সিনেমাও করেছেন কোয়েল। তবে এক নম্বর নায়িকার তকমাটা ধরে রাখতে পারেননি তিনি। কারণ ২০১৫ সাল পর্যন্ত স্ত্রীকে নায়িকা করে নিসপাল যে কয়েকটি সিনেমা করেছেন তার একটাও ব্যবসাসফল হয়নি।
তবে সায়ন্তিকা টালিউডে বর্তমান সেনসেশন। তার হাতে অনেকগুলো ছবি রয়েছে। বাণিজ্যিক ও অন্যধারার ছবিতেও কাজ করছেন।
২০১৭ সালে তাকে দেখা যাবে ‘ব্যোমকেশ পর্ব’ সিনেমায়। ছবিটি প্রযোজনা করবে সুরিন্দর ফিল্মস।
নিসপালের সঙ্গে কোয়েলের সংসার টেকে কি না বা সায়ন্তিকার সঙ্গে নতুন করে সংসার শুরু করেন কি না তা জানতে আরও অপেক্ষা করতে হবে ভক্তদের।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন