‘যার যার অবস্থান থেকে কাজ করলে জঙ্গিবাদ নির্মূল সম্ভব’
জঙ্গিবাদ দমনে জাতীয় ঐক্যমত করে কোনো লাভ হবে না। যার যার অবস্থান থেকে জঙ্গিবাদ দমন করলে এটি নির্মূল করা সম্ভব। আজ শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে কমিউনিটি পুলিশিংয়ের ভূমিকা শীর্ষক এক সেমিনারে প্রধান বক্তা হিসেবে পুলিশের আইজি এ কে এম শহীদুল হক এসব কথা বলেন। সরাসরি জান্নাতের লোভে তরুণরা কেন জঙ্গিবাদে জড়িয়ে পড়ছে তা খুঁজে বের করতে হবে উল্লেখ করে আইজিপি বলেন, আগে একটা ধারণা ছিল সমাজের দরিদ্র ও মাদ্রাসার ছেলেরা জঙ্গিবাদের সঙ্গে জড়িত। কিন্তু এ ধারণা বিগত কয়েকটি ঘটনায় ভুল প্রমাণিত হয়েছে। শিক্ষিত ছেলেরাও জঙ্গি হয়ে উঠছে। শিক্ষিত ছেলেরা সরাসরি জান্নাতে যাওয়ার লোভে জঙ্গি হচ্ছে। কেন তারা এমনটা ভেবে ভুল করছে এটাই আমাদের চিন্তার বিষয়। এই ক্ষেত্রে আমাদের কাজ করতে হবে।
আলেম সমাজের উদ্দেশে এ কে এম শহীদুল হক বলেন, জঙ্গিবাদ সম্পর্কে তরুণ সমাজের কাছে সঠিক ব্যাখ্যা জানাতে হবে। এতে করে তরুণ সমাজ ধর্মীয়ভাবে বিভ্রান্ত হওয়া থেকে মুক্তি পাবে। জঙ্গিবাদ দমনে তিনি আরো বলেন, ব্লগারদের তাদের ব্লগে উসকানিমূলক বক্তব্য পরিহার করতে হবে। তরুণ সমাজকে ধর্মীয় অপব্যাখ্যা থেকে দূরে থাকতে হবে। আইটিসহ বিভিন্ন ক্ষেত্রে তরুণদের গুরুত্বপূর্ণ অবদান স্বীকার করে তিনি বলেন, তরুণদের কেউ কেউ জঙ্গি সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট আবার কেউ কেউ মুক্তচিন্তায় আদর্শিত। অতিরিক্ত মুক্তচিন্তা করতে গিয়ে বিপদ ডেকে আনছে। ব্লগাররা ইসলাম ধর্ম ও রাসুল (সা.) সম্পর্কে যে ধরনের কটূক্তি করেছে তা ভাষায় প্রকাশ করা যায় না বলেও যোগ করেন তিনি।
বিভিন্ন সময়ে আটক জঙ্গিদের জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্য উল্লেখ করে তিনি বলেন, জঙ্গিরা শরিয়া আইনে খেলাফত প্রতিষ্ঠা করবে। তারা মানুষের তৈরি আইন বা সংবিধান মানে না। এখানেই তাদের সমস্যা। তারা জিহাদ করবে মুশরিক, মুরতাদ, মুনাফিক, কাফেরদের বিরুদ্ধে। এই জঙ্গিদের বোঝানো হয়েছে এই চার শ্রেণির লোকদের হত্যা করলে কোনো বিচার হবে না। সরাসরি জান্নাতে চলে যাবে। এই জান্নাতের স্বপ্ন দেখে জিহাদি হচ্ছে। মুসলমানদের হত্যা করছে। এসব তরুণদের হিপনোটাইজ করে ফেলা হচ্ছে মন্তব্য করে তিনি বলেন, তারা গ্রেপ্তার হওয়ার পর আর বাঁচতে চায় না। তারা বলে, আমাকে মেরে ফেলেন, জান্নাতে চলে যাবো। আপনারা তাগুতি শক্তি, আপনারা মুরতাদ, আপনারা দোজখে যাবেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন