যা হবে কবিতা লিখে…!
কি হবে কবিতা লিখে ?
কি হবেনা কবিতা লিখে!
কি হয়েছে কবিতা লিখে?
কি হয়নি কবিতা লিখে!
কবিতায সিঞ্চিত বলেই
বৃক্ষপত্রে ভরপুর আছি।
কবিতার হাল ছাড়া কোন চাষই
কার্যকর নয়।
কবিতা ,নিজ বাসভূমে পরবাসী’র সান্তনা
কুদ্ভট উটের পিঠে চলা স্বদেশের দিশা-
চুনিয়ার আর্কেডিয়া, খেলারামদের মুখোশ উন্মোচি
বাহেদের জাগৃতকারী প্রলম্বিত হাঁক
ঘাতকের কাঁটা ফিরিযে দেবার ঢাল
চলমান ঘাগুয়িচেতনা বিরোধী
সেও ওই কবিতাই।
কবিতাতো হতেই পারে অঙ্গনে অঙ্গনে উঠে থাকা
তাবৎ বাজদের শায়েস্তায় দুর্দান্ত লেঠেল।
কপট বাগীশদের সাইজ করায়
কবিতাই মহার্ঘ
সাইজ হয়ে থাকা ত্যাগীদের হাতে
নাটাই তুলে দেয়া কেবল কবিতার পক্ষেই সম্ভব।
কবিতাই হতে পারে
দুর্নীতিতে আকন্ঠ নিমজ্জিতদের ত্রাস,
কবিতা সহসাই জ্বলে উঠে শাহবাগে
ব-আদলে হয় তপ্ত তাওয়া-
হাতে হাতে দেয় ধরিয়ে গনগনে তাতাল
রানা প্লাজা’র উদ্ধারি হাতুড়ি শাবল হেকসু ব্লেড
বছরের সেরা কবিতাই!
কবিতা, অক্সিজেনের ফ্যাক্টরি,চালের গুদাম,
ফরমালিন মুক্ত কাওরান বাজার।
তাইতো তপ্ত তোমাকে শীতল করবার জন্য
হরফনমৌলি কবিতাই উকিল আমার।
…..মোঃ জালাল উদ্দিন
এই সংক্রান্ত আরো সংবাদ
আহা চিকুনগুনিয়া !
ঈদের দিন ভোরবেলা ঘুম থেকে উঠে মেঝেতে পা দিয়ে আমিবিস্তারিত পড়ুন
‘দৃষ্টিশক্তি থাকা, কিন্তু জীবনে লক্ষ্য না থাকা অন্ধত্বের চেয়েও খারাপ’
চক্ষু, কর্ন, জিহবা, নাসিকা, ত্বক – মানুষের এই পাঁচটি ইন্দ্রিয়েরবিস্তারিত পড়ুন
ধর্ষিতা মেয়েটির গল্প
পারিনি সেদিন নিজেকে শোষকদের হাত থেকে রক্ষা করতে, পারিনি সেদিনবিস্তারিত পড়ুন