যুক্তরাজ্যের ইইউ ত্যাগ করা ঠিক হবে না : ওবামা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা মনে করেন, যুক্তরাজ্য যদি বিশ্বে তাদের প্রভাব বজায় রাখতে চায়, তাহলে তাদের ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করা ঠিক হবে না। বরং যুক্তরাজ্য ইউনিয়নে থাকলে তা ইউনিয়নকেও শক্তিশালী করবে বলেই তিনি মনে করেন।
বিবিসিকে দেয়া একটি সাক্ষাৎকারে আমেরিকান প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপীয় ইউনিয়নের মতো একটি প্রতিষ্ঠান বিশ্বকে নিরাপদ আর উন্নত করে তুলছে।
এরকম একটি প্রতিষ্ঠানে নিজেদের অবদান রাখার জন্যই যুক্তরাজ্যের সেখানে থাকা উচিত বলেই তিনি মনে করেন। ওবামা বলেন, যুক্তরাজ্যে ইউরোপীয় ইউনিয়নে থাকলে তা ইউনিয়নকে আরো শক্তিশালী করে তুলবে।
ইউনিয়নে থাকা না থাকা নিয়ে ২০১৭ সালে ব্রিটেনে গণভোট হওয়ার কথা রয়েছে। বিবিসির সাথে ওই সাক্ষাৎকারে ওবামা আরো বলেছেন, তাঁর ক্ষমতাকালে সবচেয়ে হতাশার বিষয় ছিল এটি যে, তিনি অস্ত্র নিয়ন্ত্রণে শক্ত আইন করতে পারেননি।
কিন্তু একটি উন্নত দেশ হিসাবে এমন আইন জরুরি বলে তিনি মনে করেন। আমেরিকায় সম্প্রতি পুলিশের সাথে সহিংসতা আর বর্ণবিদ্বেষের অভিযোগ উঠেছে, তাতে তিনিও দুঃখিত জানিয়ে বলেছেন, এখনকার শিশুরা ভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে বড় হচ্ছে এবং একদিন আমেরিকায় আর এমন ঘটনা ঘটবে না।
এই সংক্রান্ত আরো সংবাদ

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি ছিল, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পবিস্তারিত পড়ুন

ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন

মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন