যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন আশরাফ
যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। শুক্রবার সকাল ৯টা ৫০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যান।
বিষয়টি নিশ্চিত করে সৈয়দ আশরাফুল ইসলামের একান্ত সচিব সাজ্জাদ আলম খান শাহীন ঢাকাটাইমসকে জানান, স্ত্রীর অসুস্থতার জন্য তিনি প্রধানমন্ত্রীর কাছে ১৫ দিনের ছুটির অবেদন করেছিলেন। প্রধানমন্ত্রী তার আবেদন মঞ্জুর করেন।
গত ২২ ও ২৩ অক্টোবর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে দেশের ঐহিত্যবাহী দল আওয়ামী লীগের ২০তম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়। সম্মেলনের শেষ দিন সাধারণ সম্পাদক হিসেবে ওবায়দুল কাদেরের নাম প্রস্তাব করে সৈয়দ আশরাফ এই পদ থেকে সরে যান। বর্তমানে তিনি দলের সভাপতিমণ্ডলীর দায়িত্ব পেয়েছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন
৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন
নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন













