যুক্তরাজ্যে প্রবাসি জগন্নাথপুরের ছানু মিয়া আর নেই
স্টাফ রির্পোটার :: সুনামগঞ্জ জেলা জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের শ্রীরামসী গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী ও যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব মিয়া আখতার হোসেন ছানু (৫২) আর নেই। (ইন্না… রাজিউন)।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন। তিনি স্বপরিবারে দীর্ঘ দিন ধরে যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাস করে আসছিলেন।
কিছু ধরে তিনি তার মালিকাধীন ঢাকায় নিজ বাসায় অবস্থান করছিলেন। মরহুমের মৃত্যুর খবর পেয়ে তার স্বজনরা বৃহস্পতিবার দেশে আসছেন। বৃস্পতিবার বাদ আসর শ্রীরাসমী গ্রামের মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সুত্রে জানা গেছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্যা গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সুনামগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম,এ মান্নান, বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সুলতান মোহাম্মদ মনসুর আহমদ, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি প্রবীন রাজনীতিবিদ সিদ্দিক আহমদ, আওয়ামীলীগ নেতা আজিজুস সামাদ ডন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ব্যারিষ্টার এম,এনামুল কবীর ইমন, যুক্তরাজ্য আওয়ামীলীগের সাধারন সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, কেন্দ্রীয় যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য নজরুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন, সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, সাংগঠনিক সম্পাদক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, সহ-সভাপতি সাইফুল ইসলাম রিপন, সাধারন সম্পাদক আবুল হোসেন লালন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মুজিবুর রহমান মুজিব, জগন্নাথপুর উপজেলার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনসার মিয়া জনি সহ আরো অনেকেই মরহুমের আত্মা মাগফেরাত কামনা করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
বাঁধ নির্মাণ শুরু হয়নি হাওরে, নীতিমালা বদলালেও
সুনামগঞ্জে এক ফসলি বোরো ধান উৎপাদনসমৃদ্ধ হাওরগুলো রক্ষায় কাবিটার নতুনবিস্তারিত পড়ুন
সিরাজগঞ্জে ‘খাদ্যে বিষক্রিয়ায়’ মা-ছেলের মৃত্যু
সিরাজগঞ্জের তাড়াশে দুপুরের খাবার খাওয়ার পর অসুস্থ হয়ে শনিবার শিশুসহবিস্তারিত পড়ুন
সুন্দরগঞ্জে বজ্রপাতে ২ সন্তানের জননীর মৃত্যু
এল এন শাহী, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ সুন্দরগঞ্জে বজ্রপাতে রাহেলা বেগমবিস্তারিত পড়ুন