যুক্তরাষ্ট্রকে নিজেদের অবস্থান জানাল বিএনপি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিকবিষয়ক আন্ডার সেক্রেটারি থমাস শ্যানন। আজ সোমবার অনুষ্ঠিত এই বৈঠকে গণতন্ত্র শক্তিশালী করা এবং মানবাধিকার নিশ্চিত করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মইন খান। তিনি বলেন, ‘আমরা স্পষ্টভাবে শান্তি, গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে আমাদের অবস্থান ব্যাখ্যা করেছি। আমাদের বক্তব্যের মূল বিষয় ছিল, গণতন্ত্র ও মানবাধিকার ছাড়া এই যুগে কোনো রাজনৈতিক দলই জনগণের কাছে গ্রহণযোগ্য হতে পারে না।’
বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় এ বৈঠক শুরু হয়। ৫৫ মিনিটের বৈঠকটি শেষ হয় দুপুর ১২টা ১০ মিনিটে।
মইন খান বলেন, ‘চলমান ঘটনাবলির বিষয়ে আমরা আমাদের মতামত জানিয়েছি।অত্যন্ত সৌহার্দপূর্ণ পরিবেশে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে।’
বার্তাসংস্থা ইউএনবি জানিয়েছে, বৈঠকে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ও মানবাধিকার পরিস্থিতির বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয়। এ ছাড়া গত কিছু দিনে দেশে বিদেশি খুন, দেশে আইনের শাসন এবং চলমান সন্ত্রাস ও জঙ্গিবাদ নিয়েও আলোচনা হয়েছে।
বৈঠকে শ্যাননের সঙ্গে ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাট। আর বিএনপির পক্ষ থেকে বৈঠকে ছিলেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন