মঙ্গলবার, জুলাই ১, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

যুক্তরাষ্ট্রের নির্বাচনে ‘ট্রাম্পকে সহযোগিতা করেছে পুতিন’ এ প্রসঙ্গে আবারো পাল্টাপাল্টি অভিযোগ!

গেল বছরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের সময় ডোনাল্ড ট্রাম্পকে সহযোগিতার অভিযোগ উঠেছিলো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে। গতকাল বুধবার তিনজন মার্কিন কর্মকর্তা সংবাদ সংস্থা রয়টার্সের কাছে এ বিষয়ে অভিযোগ করেছেন। অবশ্য এর আগে আরও চারজন মার্কিন কর্মকর্তা এ বিষয়ে অভিযোগ করেছিলেন।

তবে আজ বৃহস্পতিবার রাশিয়ার পক্ষ থেকে এই অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করা হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করে আসলেও লিখিত কোনো বিবৃতি দেওয়া হয়নি দেশটির পক্ষ থেকে। তবে বুধবারের ওই অভিযোগের পর লিখিত বিবৃতি দিয়ে তা অস্বীকার করা হয়েছে।

বুধবার ওই তিনজন মার্কিন কর্মকর্তা রাশিয়ার হস্তক্ষেপের ব্যাপারে দুটি দলিল উপস্থাপন করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার দাবি ৮ নভেম্বরের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ রয়েছে। মস্কোভিত্তিক রাশিয়ান ইনস্টিটিউট ফর স্ট্রাটেজিক স্টাডিজ ওই দলিলগুলো তৈরি করেছে। ওই ইনস্টিটিউটটি পরিচালনা করেন পুতিনের কার্যালয় দ্বারা নিযুক্ত অবসরপ্রাপ্ত সিনিয়র রাশিয়ান বিদেশি গোয়েন্দা কর্মকর্তারা।

তবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ বলেন, বেনামি উৎসের ওপর ভিত্তি করে এ ধরনের রিপোর্ট তৈরি করা উচিত হয়নি।

রাশিয়ান ইনস্টিটিউটের প্রথম দলিলটি করা হয় গত বছরের জুনের একটি কৌশলপত্র নিয়ে। তাতে নির্দিষ্ট করে কারো ঠিকানা উল্লেখ করা ছিল না। রাশিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রপাগান্ডা ছড়িয়ে যুক্তরাষ্ট্রের নাগরিকদের বারাক ওবামার প্রশাসনের তুলনায় রাশিয়ার প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি ফেরানোর চেষ্টা করেছিল।

ইনস্টিটিউটের দ্বিতীয় দলিলও একইভাবে প্রচার করা হয়েছিল। ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিনটনের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আশঙ্কা প্রকাশ করে ট্রাম্পকে জেতানোর জন্য হিলারির জনপ্রিয়তা কমানোর চেষ্টা করেছিলেন পুতিন।

বর্তমান এবং সাবেক মার্কিন কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে রাশিয়ান নথিগুলি সম্পর্কে মুখ খোলেন। তবে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

বর্তমান ও সাবেক ওই কর্মকর্তারা বলেন, ওবামা প্রশাসনের ক্ষমতার শেষের দিকে এসে রাশিয়া ভুয়া খবর প্রচার করে। হিলারি ক্লিনটনের নির্বাচনী প্রচারণার বিরুদ্ধে সাইবার হামলাও চালান তারা।

এই সংক্রান্ত আরো সংবাদ

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত

ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো

সোমবার রাত থেকেই দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ঢাকায়।বিস্তারিত পড়ুন

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প
  • ওমানে বন্দুকধারীর হামলায় মসজিদের কাছে   ৪জন নিহত
  • ট্রাম্পকে গুলি করা ব্যক্তি দলের নিবন্ধিত ভোটার
  • প্রেসিডেন্ট মাসুদকে সতর্কতা ইরানিদের