যুক্তরাষ্ট্রের প্রথম জয়, কোয়ার্টারে কলম্বিয়া
কোপা আমেরিকার পঞ্চম দিনে নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে স্বাগতিক যুক্তরাষ্ট্র ও কলম্বিয়া। বুধবার শিকাগোতে কোস্টারিকাকে ৪-০ গোলে উড়িয়ে দিল যুক্তরাষ্ট্র। একইদিন প্যাসাডেনা স্টেডিয়ামে প্যারাগুয়েকে ২-১ গোলে হারিয়ে আসরের প্রথম দল হিসেবে কোয়ার্টার নিশ্চিত করল কলম্বিয়া।
এদিন ম্যাচের ৯ মিনিটেই যুক্তরাষ্ট্রকে লিড এনে দেন ক্লিন্ট ডেম্পসেই। ৩৭ মিনিটে জার্মেইন জনস আর ৪২ মিনিটে দলের স্কোর ৩-০ করেন ববি উড। শেষ বাঁশি বাজার ঠিক আগ মুহূর্তে চতুর্থবার স্বাগতিক শিবিরকে উল্লাসে ভাসান স্ট্রাইকার জুশি।
এদিকে কলম্বিয়ার হয়ে প্রথম গোলটা করেছেন কার্লোস বাকা। ১২ মিনিটে চমৎকার শটে প্রতিপক্ষের জালে বল জড়ান এই স্ট্রাইকার। ৩০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন দলনেতা জেমস রদ্রিগেজ। তবে শেষ মুহূর্তে সান্ত্বনার একটি গোল পায় প্যারাগুয়ে। গোলটি এসেছে মিডফিল্ডার আয়েলার পা থেকে।
উল্লেখ্য, বৃহস্পতিবার কোপায় বাংলাদেশ সময় ভোর ৫:৩০ মিনিটে ব্রাজিলের মুখোমুখি হবে হাইতি। দিনের অপর ম্যাচে সকাল ৮টায় ইকুয়েডরের প্রতিপক্ষ পেরু।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন