যুক্তরাষ্ট্রে দম্পতি খুনে ছেলের স্বীকারোক্তি
যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি দম্পতি খুনের ঘটনায় আটক দুই ছেলের মধ্যে বড় ছেলে হাসিব গোলাম রাব্বী তার বাবাকে খুন করার কথা স্বীকার করেছে। তবে সে তার মাকে খুন করার কথা অস্বীকার করেছে। হাসিব পুলিশকে জানিয়েছে, এক অপরিচিত লোক তাকে তার বাবাকে খুন করতে প্ররোচিত করেছে।
সান জোসের পুলিশ কর্মকর্তা প্যাট্রিক গুয়েরে জানিয়েছেন, খুন হওয়া দম্পতির ছোট সন্তান ওমর গোলাম রাব্বী জানিয়েছে, হাসিবই বাবা-মাকে খুন করেছে। তারপর সে তাকে গ্যারেজ দিয়ে কোনো রক্ত ছড়িয়ে পড়েছে কি না তা দেখে আসতে বলে।
পুলিশি বক্তব্যে অবশ্য খুনের উদ্দেশ্য সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। শুক্রবার ওই খুনের ঘটনায় একটি ফৌজদারি অভিযোগ দায়ের করা হয়েছে।
গত ২৪ এপ্রিল যুক্তরাষ্ট্রে তাদের সান জোসের বাসা থেকেই এই দম্পতির লাশ উদ্ধার করা হয়। হত্যার পর তাদের মরদেহের পাশে একটি ম্যাসেজও লিখে রাখে খুনি। কালো মার্কার দিয়ে তাতে লেখা ছিলো, ‘দুঃখিত, আমার প্রথম খুনটা আনাড়ি ছিল।’
নিহত গোলাম রাব্বী (৫৯) পেশায় একজন ইঞ্জিনিয়ার ছিলেন আর তার স্ত্রী শামীমা রাব্বী (৫৭) ছিলেন অ্যাকাউন্ট্যান্ট। বছর দশেক আগে তারা বাংলাদেশ থেকে সান জোসে চলে যান।
গতকাল শুক্রবার এই দম্পতির ২৩ বছরের সন্তান হাসিব গোলাম রাব্বীকে কালিফ এলাকা থেকে ৬০ মাইল দূরে আটক করে সান্টা ক্লারা কাউন্টি জেলে পাঠানো হয়। আর ১৭ বছর বয়সী ছেলেকে সান জোস থেকে আটক করে কাউন্টির জুভেনাইন হলে রাখা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ
যে কারনে যুক্তরাজ্য বিএনপির সম্মেলন স্থগিত
বিএনপি’র কেন্দ্রীয় কমিটির নির্দেশক্রমে মাত্র এক সপ্তাহের নোটিশে যুক্তরাজ্য বিএনপিরবিস্তারিত পড়ুন
ইউরোপ থেকে অবৈধ বাংলাদেশিদের ফিরিয়ে আনতে বাড়ছে চাপ !
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যভুক্ত বিভিন্ন দেশে অবৈধভাবে থাকা বাংলাদেশিদের ফিরিয়েবিস্তারিত পড়ুন
বাংলাদেশ থেকে তিন হাজার শ্রমিক নেবে সৌদি আরব
চলতি বছরের মধ্যে বাংলাদেশ থেকে বিভিন্ন পেশার প্রায় ৩ হাজারবিস্তারিত পড়ুন