যুক্তরাষ্ট্রে যাচ্ছে ‘আয়নাবাজি’ ও চঞ্চল!

গত ৩০ সেপ্টেম্বর ঢাকাসহ দেশের ২১টি সিনেমা হলে মুক্তি পেয়েছে বহুল আলোচিত ছবি ‘আয়নাবাজি’। ছবিটি মুক্তির পর দর্শকদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে। অনেকেই হলে ‘আয়নাবাজি’র টিকিট না পেয়ে হতাশও হচ্ছেন। এবার ছবিটি প্রদর্শিত হবে যুক্তরাষ্ট্রে।
‘আয়নাবাজি’ নিয়ে আমেরিকা যাচ্ছেন ছবির প্রধান চরিত্র জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। চলতি মাসের ১৪ অক্টোবর থেকে আমেরিকার সিয়াটলে শুরু হচ্ছে ‘সিয়াটল দক্ষিণ এশীয় চলচ্চিত্র উৎসব’। সেখানে উদ্বোধনী দিনে প্রদর্শিত হবে চঞ্চল অভিনীত ছবিটি।
চঞ্চল চৌধুরী বলেন, ‘সিয়াটল দক্ষিণ এশীয় চলচ্চিত্র উৎসব’র ১১তম আসর শুরু হবে ‘আয়নাবাজি’র প্রদর্শনী দিয়ে। এটি দারুণ খুশির খবর। সেখানে যাবার আমন্ত্রণ পেয়েছি। আমার সঙ্গে যাবেন ‘আয়নাবাজি’র নির্মাতা অমিতাভ রেজা এবং প্রযোজক গাউসুল আজম শাওন।’
চঞ্চল আরো জানান, ‘আয়নাবাজি’র প্রদর্শন ছাড়াও সেখানে কয়েকটি শো-তে অংশ নেবেন তিনি। সবমিলিয়ে ৩-৪ দিন সেখানে থাকবেন।
জাতীয় চলচ্চিত্র পুরষ্কার প্রাপ্ত এই অভিনেতা বলেন, ‘আগামী ১৪ অক্টোবরের আগেই আমেরিকার উদ্দেশ্যে ঢাকা ছাড়বো।’
১৪ অক্টোবর উৎসবের উদ্বোধনী সন্ধ্যায় সিয়াটল আর্ট মিউজিয়ামে দেখানো হবে ‘আয়নাবাজি’। একই সঙ্গে দেখানো হবে তামিল স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আ রাইড টু রিমেম্বার’। বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও মালদ্বীপের বাছাই করা ছবি উৎসবে দেখানো হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন