যুক্তরাষ্ট্র এখনও বর্ণবাদ মুক্ত নয়: ওবামা
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, যুক্তরাষ্ট্র এখনও বর্ণবাদের অভিশাপমুক্ত হতে পারেনি। এর প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে এখনও দৃঢ়ভাবে বর্ণবাদ গেঁথে আছে। মার্কিন কৌতুকোভিনেতা মার্ক ম্যারনের জনপ্রিয় শো ‘ডব্লিউটিএফ’তে এক সাক্ষাৎকারে ওবামা এসব কথা বলেন। খবর সিনহুয়ার।
সোমবার প্রচারিত ওই সাক্ষাতকারে মার্কিন প্রেসিডেন্ট বলেন, দাস প্রথার উত্তরাধিকারসহ আমাদের জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রে বৈষম্য রয়েছে। এমনকি বর্ণ-গোত্রের দীর্ঘ ছায়া এখনও আমাদের রক্ত-মাংসের অংশ হয়ে আছে বলে তিনি মন্তব্য করেন। এর থেকে আমরা এখনও পরিত্রাণ পায়নি উল্লেখ করে তিনি বলেন, দুই থেকে ৩০০ বছর ধরে আমাদের সমাজে যা ঘটে আসছে তা থেকে আমরা রাতারাতি সম্পূর্ণ মুক্ত হতে পারবো বিষয়টি এমনও নয়।
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যারোলিনার চার্লসটনের কৃষ্ণাঙ্গ গির্জায় শ্বেতাঙ্গ বন্দুকধারীর হামলায় ৯জন নিহতের ঘটনার প্রেক্ষাপটে ওবামা এই তীর্ষক মন্তব্য করেন। এ ঘটনায় গত বৃহস্পতিবার শেতাঙ্গ ২১ বছর বয়সী যুবক ডিলান রুফকে গ্রেফতার করা হয় এবং তার বিরুদ্ধে হামলা ও গণহত্যার অভিযোগ আনা হয়েছে।
এদিকে চার্লসটনে কৃষ্ণাঙ্গদের গির্জায় ঢুকে কেন সে নয়জনকে হত্যা করেছে তার একটি বর্ণবাদী ইশতেহার প্রকাশ করেছে সন্দেহভাজন খুনি ডিলান রুফ।
শনিবার একটি ওয়েবসাইটে ওই ইশতেহারের পাশাপাশি পিস্তল ও যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধকালে কনফেডারেট সেনাবাহিনীর ব্যবহৃত পতাকা হাতে রুফের ছবিও পাওয়া যায়।
এতে বলা হয়েছে, “আমার অন্য কোনো পছন্দ নেই। আমি চার্লসটনকে বেছে নিয়েছি কারণ আমার রাজ্যে এটিই সবচেয়ে ঐতিহাসিক শহর এবং এক সময় এখানেই শ্বেতাঙ্গদের অনুপাতে কৃষ্ণকায়দের সংখ্যা সবচেয়ে বেশি ছিল।”
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন