যুদ্ধাপরাধীদের বিচার ঠেকাতে মানুষ হত্যাকারীদেরও বিচার হবেঃ প্রধানমন্ত্রী

যুদ্ধাপরাধীদের বিচার ঠেকাতে যারা মানুষ হত্যা করেছে তাদের কেউ রেহাই পাবেনা বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকালে গণভবনে শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তব্যে তিনি একথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ৭৫ পরবর্তী সরকাররা সাধারণ মানুষের ওপর বিভিন্ন সময়ে অত্যাচার-নির্যাতন করেছে। মানুষ খুন করা বিএনপি-জামায়াতের ধর্ম। এসময় প্রধানমন্ত্রী শ্রমিকদের স্বার্থ রক্ষায় শ্রমিক লীগের নেতাকর্মীদের কাজ করার নির্দেশ দেন।
সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে আওয়ামী লীগ সরকার কাজ করছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
তিনি আরো বলেন, ‘আমি দেখি যে, তারা বক্তৃতায় বলে আমাদের বিরুদ্ধ মিথ্যা মামলা দিয়েছে। কোনটা মিথ্যা মামলা? প্রমাণ করেন। মামলা মিথ্যা না সত্য সেটা কোর্টে গেলেই বোঝা যাবে। মামলা কনটেস্ট করতে চান না, কোর্টেই যেতে চান না। কোর্ট থেকে পালান। চোরের মন পুলিশ পুলিশ, যেটা বলে সেটাই। আর যদি সাহস থাকতো, বুকে বল থাকতো যে ‘না’ আমি এ অন্যায় করি নাই তাহলে নিশ্চয় যেতো। আমার বিরুদ্ধ যখন মামলা দিলো ২০০৭ সালের তত্বাবধায়ক সরকার তখন আমি বললাম যে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে, আমি আসবো, যাবো, কোর্টে যাবো। তখন ওরাই ঘাবড়ে গেলো, কারণ মিথ্যে মামলা দিয়েছে যখন ঘাবড়ে তো যাবেই। তারা আমাকে বললো যে, ‘না’ আপনি আসবেন না।’
‘কোর্টে যে মামলা মোকাবেলাই করতে সাহস পায়না তার একটাই কারণ যে, এতিমের টাকা তো চুরি করেছে। আর এই যে এতগুলি মানুষ পুড়িয়ে মেরেছে তাদের লোকরা বলে মিথ্যে মামলা। কোনটা মিথ্যে মামলা?’
প্রধানমন্ত্রী বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার ঠেকাতেই তো এতো মানুষ খুন। অপরাধী হিসেবে যারা সাজা পেয়েছে এবং সেই সাজা কার্যকর হয়েছে। সেই অপরাধীদের যারা এই বাংলাদেশে ভোট চুরি করে সংসদ সদস্য করেছে অথবা নির্বাচন করে নাই তারপরেও তাদেরকে মন্ত্রী বানিয়েছে। তাদের হাতে তুলে দিয়েছে ৩০ লক্ষ শহিদের রক্তযুক্ত পতাকা। তো তাদের বিচার কেন হবে না। তাদের বিচারও হতে হবে।’
এই সংক্রান্ত আরো সংবাদ

মিরপুরে ঝগড়ার জেরে ‘সাততলা থেকে ফেলে’ যুবককে হত্যার অভিযোগ
রাজধানী ঢাকার মিরপুরের পাইকপাড়া এলাকায় এক যুবককে বাসা থেকে ডেকেবিস্তারিত পড়ুন

‘হলে থাকতেন-টিউশনি করতেন, এখন পাঁচ-ছয় কোটি টাকার গাড়িতে চড়েন’
বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু বলেছেন, “কিছু উপদেষ্টা আছেন যারাবিস্তারিত পড়ুন

শুক্রবার বৈঠকে বসছেন ইউনূস-মোদি
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে শুক্রবার (৪ এপ্রিল) বাংলাদেশেরবিস্তারিত পড়ুন