যুদ্ধের জন্য অস্ত্রের আগে প্রয়োজন ‘ইচ্ছে’: আমেরিকাকে ইরান
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশটন কার্টারের ইরানবিরোধী বক্তব্যের কঠোর সমালোচনা করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারজিয়ে আফখাম বলেছেন, “আমেরিকা যে মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করতে চায় তার প্রমাণ হলো দেশটির প্রতিরক্ষামন্ত্রীর সাম্প্রতিক বক্তব্য।”
‘আটলান্টিক’ সাময়িকীকে দেয়া এক সাক্ষাৎকারে কার্টার পারস্য উপসাগরীয় সহেযাগিতা পরিষদের সদস্য দেশগুলোকে উদ্দেশ করে বলেছেন, “আপনারা ইরান ও আইএসআইএলকে মোকাবেলার জন্য নিজেদের পদাতিক বাহিনীকে শক্তিশালী করুন এবং লড়াইয়ের জন্য বিশেষ বাহিনী গঠন করুন।”
কার্টারের বক্তব্যের জবাবে মারজিয়ে আফখাম বলেছেন, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী এ ধরনের বক্তব্যের মাধ্যমে মধ্যপ্রাচ্যে শত্রুতা ও বিদ্বেষ ছড়িয়ে দেয়ার চেষ্টা করেছেন। এর মাধ্যমে তারা মধ্যপ্রাচ্যে আরও বেশি অস্ত্র বিক্রি করতে চায় বলেও তিনি মন্তব্য করেন। আফখাম বলেছেন, দামি অস্ত্রের আগে দেখতে হবে আরবরা আসলেই ইরানের সঙ্গে কোনো যুদ্ধ চায় কিনা।
ইরানি মুখপাত্র বলেন, পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর উচিৎ মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানানো। কারণ এ বক্তব্যের মাধ্যমে তিনি আরবদের অপমান করেছেন। তিনি আরও বলেন, কার্টারের বক্তব্যে এ কথাই ফুটে উঠেছে যে, আরব দেশগুলোর এটুকু জ্ঞানও নেই যে তারা কোন অস্ত্র কোথায় ব্যবহার করবে। আমেরিকা আরব দেশগুলোর ওপর ইহুদিবাদী ইসরাইলের শ্রেষ্ঠত্ব বজায় রাখার নীতি অনুসরণ করছে বলেও জানান তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
সোমবার রাত থেকেই দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ঢাকায়।বিস্তারিত পড়ুন

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন