শনিবার, সেপ্টেম্বর ২৮, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

যুদ্ধের ময়দানে ফ্রন্টলাইনে থাকবেন ভারতীয় নারী সেনারা

তিন বাহিনীতে নারী সদস্য নিয়োগের সিদ্ধান্ত বেশ আগেই নিয়েছে ভারত। এবার নারী সেনাদের লড়াইয়ের ময়দানে পাঠানোর পরিকল্পনা করছে দেশটি। শুধু সেনাবাহিনীই নয়, নৌ ও বিমান বাহিনীর নারী সদস্যরাও লড়াইয়ের সুযোগ পাবেন। গত মঙ্গলবার বাজেট অধিবেশনের আগে ভারতের লোকসভা ও রাজ্যসভায় একযোগে ভাষণ দেওয়ার সময় প্রেসিডেন্ট প্রণব মুখার্জি সামরিক বাহিনীতে লড়াকু নারী সেনা নিয়োগের কথা বলেন। তবে এর আগেও এ ধরনের প্রস্তাব আসে ভারত সরকারের কাছে। কিন্তু বিশ্বের অন্যতম বৃহত্তম সামরিক বাহিনীর এ দেশটি সে সময় তা মানতে নারাজ ছিল। সরকার যুক্তি দেখায়, যুদ্ধক্ষেত্রে ধরা পড়লে শত্রুপক্ষের হাতে যৌন নির্যাতনের শিকার হতে পারেন নারীরা। এছাড়া ফ্রন্টলাইনে অবস্থান নেওয়ার মতো শারীরিক ও মানসিক ক্ষমতাও তাদের নেই।

ভাষণে প্রণব মুখার্জি বলেন, আমাদের সরকার সেনাবাহিনীতে শর্টসার্ভিস কমিশন কর্মকর্তা হিসেবে নারীদের যোগদানের সুযোগ দিয়েছে। এছাড়া বিমান বাহিনীতে ফাইটার পাইলট হিসেবে যোগদানেরও সুযোগ পাচ্ছেন তারা। ভবিষ্যতে আমাদের সরকার সামরিক বাহিনীর লড়াকু বহরেও নারীদের নিয়োগ দেবে। তিনি বলেন, নারী শক্তির উদ্ভাস ঘটানোর মধ্যেই আমাদের দেশের মূল শক্তি লুকিয়ে। এ শক্তিই আমাদের সক্ষমতার পরিচয় বহন করছে। তবে নারীদের লড়াইয়ের ময়দানে পাঠানোর ক্ষেত্রে ভারতই বিশ্বের প্রথম দেশ হতে যাচ্ছে না। অস্ট্রেলিয়া, জার্মানি ও যুক্তরাষ্ট্র এরই মধ্যে তাদের লড়াকু বহরে নারী সেনা নিয়োগ দিয়ে এগিয়ে রয়েছে।

চিকিৎসা বহরের বাইরে ভারত তার সামরিক বাহিনীতে প্রথম নারী সদস্য নিয়োগ শুরু করে ১৯৯২ সালে। তারপরও তিন বাহিনীতে মোট জনবলের তূলনায় নারীদের সংখ্যা মাত্র আড়াই শতাংশ। অর্থাৎ, দশ লাখ বা তার কিছু বেশি। এদের বেশিরভাগই প্রশাসনিক ও গোয়েন্দা কর্মকর্তা এবং চিকিৎসক, সেবিকা ও দন্তচিকিৎসক হিসেবে কর্মরত। গত বছরের অক্টোবর মাসে লড়াকু বহরে নারীদের নিয়োগের ব্যাপারে প্রথম পদক্ষেপ নেয় ভারত সরকার। এরই অংশ হিসেবে বিমান বাহিনীতে ফাইটার পাইলট হিসেবে তাদের নিয়োগ দিতে শুরু করে। নিয়োগপ্রাপ্ত এ নারী পাইলটরা বর্তমানে প্রশিক্ষণ নিচ্ছেন। তিন বছর অভিজ্ঞতা অর্জনের পর ২০১৭ সালের জুন মাসে তারা প্রথম যুদ্ধবিমান ওড়াবেন বলে আশা করা হচ্ছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬

ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন

ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত

গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন

বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, বিক্ষোভকারীদের অধিকার সমুন্নতবিস্তারিত পড়ুন

  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প
  • ওমানে বন্দুকধারীর হামলায় মসজিদের কাছে   ৪জন নিহত
  • ট্রাম্পকে গুলি করা ব্যক্তি দলের নিবন্ধিত ভোটার
  • প্রেসিডেন্ট মাসুদকে সতর্কতা ইরানিদের 
  • ভারতের সঙ্গে চুক্তিতে দেশের মানুষের আস্থা প্রয়োজন
  • ভারত আমাদের রাজনৈতিক বন্ধু, চীন উন্নয়নের : কাদের
  • ইসরায়েলে মুহুর্মুহু রকেট হামলা ইসলামিক জিহাদের
  • প্রথম বিতর্কের পর ট্রাম্পের দিকে ঝুঁকছেন দোদুল্যমান ভোটাররা!
  • রেবন্ত রেড্ডি এবং চন্দ্রবাবু নাইডু বৈঠক নিয়ে নানা জল্পনা
  • স্টারমারের দুঃখ প্রকাশের পরও বাংলাদেশি কমিউনিটিতে ক্ষোভ
  • রিয়াদে সৌদি আরবের সঙ্গে দ্বিতীয় রাজনৈতিক সংলাপে বসছে বাংলাদেশ