যুবকের পকেটে গাঁজা দিয়ে ফাঁসাতে গিয়ে নিজেই ফাঁসলেন এসআই
যুবকের পকেটে গাঁজা দিয়ে ফাঁসানোর চেষ্টা করায় নিজেই ফেঁসে গেলেন যশোর কোতয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান।
শনিবার রাত পৌনে ১১টার দিকে যশোর শহরের সোনালী ব্যাংক কর্পোরেট শাখার সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এসআই মাহবুবুর রহমানকে জেলা পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।
জানা গেছে, শহরের মাইকপট্টি এলাকার শরিফুল ইসলামের ছেলে শৈশব রাত পৌনে ১১টার দিকে বন্ধু সুব্রতকে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। শহরের সোনালী ব্যাংক কর্পোরেট শাখার সামনে এলে সাদা পোশাকের পুলিশ তার মোটরসাইকেল থামিয়ে পেছনে বসা সুব্রতের পকেট তল্লাশি করতে যান।
এসময় কাগজ মোড়নো অবস্থায় গাঁজা তার পকেটে দেয়ার চেষ্টা করেন এসআই মাহবুবুর। প্রতিবাদ করলে এ নিয়ে এক পর্যায়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়।
এ সময় শৈশব পকেট থেকে মোবাইল ফোন বের করতে চাইলে এসআই মাহবুবুর তা কেড়ে নিয়ে রাস্তায় ছুড়ে ভেঙে ফেলেন। বিষয়টি স্থানীয় লোকজন বুঝতে পেরে এসআই মাহবুবুরকে ঘিরে ধরেন।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কোতয়ালি থানার ওসি (অপারেশন) শামসুদ্দোহা, এসআই মিরাজ মোসাদ্দেক, এসআই মোকলেসুজ্জামানসহ কয়েকজন কর্মকর্তা বিষয়টির মীমাংসার চেষ্টা করেন।
ওসি শামসুদ্দোহা জানান, ওই যুবকের মোবাইল ফোনের ক্ষতিপূরণ বাবদ তিন হাজার টাকা দেয়ার কথা হয়েছে। একই সঙ্গে অভিযুক্ত এসআই মাহবুবুরের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান সাংবাদিকদের জানান, এ ঘটনায় অভিযুক্ত এসআই মাহবুবুরকে এরই মধ্যে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
ধর্ষণের অভিযোগ ওঠার পর পদ হারালেন গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি
ধর্ষণের অভিযোগ ওঠার পর সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের দায়ে গাজীপুর জেলা ছাত্রদলেরবিস্তারিত পড়ুন
ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল গ্রেপ্তার
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আতিকুল ইসলামকে রাজধানীরবিস্তারিত পড়ুন