যুবকের লাশ ফেরত দিয়েছে বিএসএফ
যশোর জেলার বেনাপোল উপজেলার পুটখালী সীমান্ত দিয়ে বাংলাদেশি যুবক মনিরুল ইসলামের (২৩) লাশ বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। গতকাল বুধবার রাত ১১টার দিকে ভারতের আংরাইল ক্যাম্পের বিএসএফের সদস্যরা নদীপথে লাশ ফেরত দেয়। গত মঙ্গলবার বিএসএফের গুলিতে নিহত হন মনিরুল।
ঘটনার পর বিজিবির সদস্যরা গুলি করে হত্যার প্রতিবাদ জানান এবং মনিরুলের মরদেহ ফেরত চেয়ে বিএসএফের কাছে চিঠি দেন। ঘটনার দিনই লাশ ফেরত দেওয়ার কথা থাকলেও বিএসএফ তা দেয়নি।
২৩ বিজিবি ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্পের সুবেদার ফরিদ উদ্দিন জানান, আনুষ্ঠানিকতা শেষ করে রাতেই মনিরুলের মরদেহ পরিবারের সদস্যদের কাছে তুলে দেওয়া হয়েছে।
বিজিবি জানায়, গত মঙ্গলবার মনিরুলসহ তাঁর কয়েকজন বন্ধু পুটখালী সীমান্ত দিয়ে গুড় নিয়ে দেশে ফেরার পথে আংরাইল ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের ওপর গুলি চালায়। এতে ঘটনাস্থলেই মারা যান মনিরুল। তাঁর সঙ্গীরা পালিয়ে দেশে চলে আসেন। ঘটনার পর ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার গাইঘাটা থানার পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বিজিবি আরো জানায়, বিএসএফ নিহতের ছবি বিজিবির কাছে পাঠায়। পরে তা দেখে মনিরুলের পরিবার তাঁর লাশ শনাক্ত করে।
এই সংক্রান্ত আরো সংবাদ

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে একটি ক্যাথলিক স্কুলে জানালা দিয়েবিস্তারিত পড়ুন