যুবকের লাশ ফেরত দিয়েছে বিএসএফ
যশোর জেলার বেনাপোল উপজেলার পুটখালী সীমান্ত দিয়ে বাংলাদেশি যুবক মনিরুল ইসলামের (২৩) লাশ বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। গতকাল বুধবার রাত ১১টার দিকে ভারতের আংরাইল ক্যাম্পের বিএসএফের সদস্যরা নদীপথে লাশ ফেরত দেয়। গত মঙ্গলবার বিএসএফের গুলিতে নিহত হন মনিরুল।
ঘটনার পর বিজিবির সদস্যরা গুলি করে হত্যার প্রতিবাদ জানান এবং মনিরুলের মরদেহ ফেরত চেয়ে বিএসএফের কাছে চিঠি দেন। ঘটনার দিনই লাশ ফেরত দেওয়ার কথা থাকলেও বিএসএফ তা দেয়নি।
২৩ বিজিবি ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্পের সুবেদার ফরিদ উদ্দিন জানান, আনুষ্ঠানিকতা শেষ করে রাতেই মনিরুলের মরদেহ পরিবারের সদস্যদের কাছে তুলে দেওয়া হয়েছে।
বিজিবি জানায়, গত মঙ্গলবার মনিরুলসহ তাঁর কয়েকজন বন্ধু পুটখালী সীমান্ত দিয়ে গুড় নিয়ে দেশে ফেরার পথে আংরাইল ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের ওপর গুলি চালায়। এতে ঘটনাস্থলেই মারা যান মনিরুল। তাঁর সঙ্গীরা পালিয়ে দেশে চলে আসেন। ঘটনার পর ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার গাইঘাটা থানার পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বিজিবি আরো জানায়, বিএসএফ নিহতের ছবি বিজিবির কাছে পাঠায়। পরে তা দেখে মনিরুলের পরিবার তাঁর লাশ শনাক্ত করে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন