যুবরাজের বিয়েতে বিরাট-আনুশকা

ক্রিকেট তারকাদের সঙ্গে বলিউড তারকাদের গাঁটছড়া বাঁধা একরকম নিয়মিত ব্যাপারই হয়ে দাঁড়িয়েছে। সর্বশেষ ধুমধাম করে বিয়ের পিঁড়িতে বসলেন ক্রিকেটার যুবরাজ সিং ও অভিনেত্রী হেজেল কিচ। তাঁদের বিয়ের আসরে পাওয়া গেল আরেক ক্রিকেটার-অভিনেত্রী জুটিকে। তাই নিয়ে ছড়িয়ে পড়েছে নতুন গুজব।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, যুবরাজের বিয়েতে একসঙ্গেই হাজির হয়েছিলেন ক্রিকেটার বিরাট কোহলি ও অভিনেত্রী আনুশকা শর্মা। মাঝে শোনা গিয়েছিল এই জুটির সম্পর্কে নাকি ফাটল ধরেছে। তবে যুবরাজ-হেজেলের বিয়েতে তাঁদের উপস্থিতি অবশ্য সে খবরকে অনেকটাই মিথ্যা প্রমাণ করেছে।
এর আগে গত ৩০ নভেম্বর চণ্ডীগড়ে যুবরাজের বাড়িতে হিন্দু রীতি অনুযায়ী বিয়ের অনুষ্ঠান হয় যুবরাজ-হেজেলের। এরপর ২ ডিসেম্বর ভারতের গোয়ায় জাঁকজমক অনুষ্ঠান করেন এই নবদম্পতি। আর সেখানেই দেখা মেলে বিরাট-আনুশকার।
২০১৩ সাল থেকে ডুবে ডুবে জল খাচ্ছেন বিরাট-আনুশকা। তবে এ ব্যাপারে সব সময়ই মুখ বন্ধ রেখেছেন দুজন। এ বছরের শুরুর দিকে দুজনকে আর তেমন একটা একসঙ্গে দেখা যায়নি। তাই ছড়িয়ে পড়ে ভাঙনের গুজব।
২ ডিসেম্বর যুবরাজ-হেজেলের বিয়ের অনুষ্ঠানে অংশ নিয়ে একসঙ্গেই আবার ফ্লাইট ধরেন দুজন। তাই আপাতত ভাঙনের গুজবকে শুধু গুজবই মানতে হচ্ছে।
গত ২৮ অক্টোবর মুক্তি পায় আনুশকা অভিনীত ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিটি। করন জোহরের পরিচালনায় ছবিটিতে আরো অভিনয় করেছেন রণবীর কাপুর, ঐশ্বরিয়া রাই বচ্চন ও ফাওয়াদ খান। সামনের বছর মুক্তি পাবে আনুশকা অভিনীত ‘ফিলাউরি’ ও ‘দ্য রিং’ ছবি দুটি। এদিকে, বিরাট কোহলি ব্যস্ত আছেন ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ নিয়ে।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন