বুধবার, অক্টোবর ৮, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

যুবলীগকর্মী বাবু হত্যা: ছায়াতদন্তে মাঠে গোয়েন্দা পুলিশ

মতিঝিলের যুবলীগকর্মী রিজভী হাসান বাবু হত্যাকাণ্ডে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে এই হত্যাকাণ্ডের কারণ খতিয়ে দেখতে ছায়া তদন্তে মাঠে নেমেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

বাবু হত্যার ঘটনায় তার বাবা মো. আবুল কালাম বাদী হয়ে শনিবার রাতে মতিঝিল থানায় ছয়জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেন। কোনো ধরনের বিরোধ থেকে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে মামলার এজাহারে সন্দেহ করা হয়েছে।

মামলার এজাহারে বাদী আবুল কালাম বলেন, ‘আমার ছেলে মতিঝিল এজিবি কলোনিতে বড় হয়েছে। সেখানে তার যাতায়াত ছিল, সে কারণে অনেকের সঙ্গে বিভিন্ন বিষয়ে তার বিরোধ থাকতে পারে। ওই বিরোধের কারণে হিরক, মিলন, সানী, আমিনুল, রাজা ও আলম এই হত্যকাণ্ড ঘটিয়েছে বলে আমার ধারণা।’

গত শুক্রবার রাতে মতিঝিল এজিবি কলোনির ১৯ নম্বর ক্লাবে দুর্বৃত্তদের গুলিতে আহত হন যুবলীগকর্মী রিজভী হাসান বাবু ও তার বন্ধু আহসানুল হক ইমন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বাবুকে প্রথমে স্কয়ার হাসপাতালে পরে অ্যাপোলো হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপর আহত আহসানুল হক ইমন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট অপারেটিভে চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

আজ রবিবার সকাল ১০টার দিকে রিজভী হাসান বাবুর সবুজবাগ থানার পূর্ব বাসাবোর ১০/৩/৩ নম্বর বাসায় গেলে নিহতের বাবা আবুল কালাম ও তাদের পরিবারের কেউ এ প্রতিবেদকের সঙ্গে কথা বলতে রাজি হননি।

ওই বাড়ির দারোয়ান আবদুল মালেক এই প্রতিবেদককে বলেন, ‘ছেলের এই মর্মান্তিক মৃত্যুতে বাবু ভাইয়ের বাবা এখন মানসিকভাবে বিপর্যস্ত। তিনি কারো সঙ্গে কথা বলতে চাইছেন না। ’

মতিঝিল থানা সূত্র জানায়, গতকাল শনিবার রাতে নিহতের বাবা আবুল কালাম বাদি হয়ে একটি হত্যা মামলা করেন। মতিঝিল থানার মামলা নম্বর-২৩। এতে তিনি ছয়জনের নাম উল্লেখ করেছেন।

জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপকমিশনার মাসুদুর রহমান বলেন, যুবলীগকর্মী বাবু হত্যাকাণ্ডের ঘটনায় মতিঝিল থানায় একটি মামলা হয়েছে। পুলিশের পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশও ছায়া তদন্তে নেমেছে। রাজনৈতিক, ব্যবসায়িক ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড হয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।

এই সংক্রান্ত আরো সংবাদ

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের

জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া

গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে একটি ক্যাথলিক স্কুলে জানালা দিয়েবিস্তারিত পড়ুন

  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে
  • বিএনপি সুশাসনে ও জবাবদিহিতায় বিশ্বাস করে
  • ভাতার ১ম কিস্তি শুরু; গর্ভবতী ভাতার আবেদন শর্ত
  • ফোরজির সর্বনিম্ন গতি ১০ এমবিপিএস কার্যকর হচ্ছে সেপ্টেম্বর থেকে