শনিবার, আগস্ট ২৩, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

যুবলীগকর্মী বাবু হত্যা: ছায়াতদন্তে মাঠে গোয়েন্দা পুলিশ

মতিঝিলের যুবলীগকর্মী রিজভী হাসান বাবু হত্যাকাণ্ডে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে এই হত্যাকাণ্ডের কারণ খতিয়ে দেখতে ছায়া তদন্তে মাঠে নেমেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

বাবু হত্যার ঘটনায় তার বাবা মো. আবুল কালাম বাদী হয়ে শনিবার রাতে মতিঝিল থানায় ছয়জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেন। কোনো ধরনের বিরোধ থেকে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে মামলার এজাহারে সন্দেহ করা হয়েছে।

মামলার এজাহারে বাদী আবুল কালাম বলেন, ‘আমার ছেলে মতিঝিল এজিবি কলোনিতে বড় হয়েছে। সেখানে তার যাতায়াত ছিল, সে কারণে অনেকের সঙ্গে বিভিন্ন বিষয়ে তার বিরোধ থাকতে পারে। ওই বিরোধের কারণে হিরক, মিলন, সানী, আমিনুল, রাজা ও আলম এই হত্যকাণ্ড ঘটিয়েছে বলে আমার ধারণা।’

গত শুক্রবার রাতে মতিঝিল এজিবি কলোনির ১৯ নম্বর ক্লাবে দুর্বৃত্তদের গুলিতে আহত হন যুবলীগকর্মী রিজভী হাসান বাবু ও তার বন্ধু আহসানুল হক ইমন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বাবুকে প্রথমে স্কয়ার হাসপাতালে পরে অ্যাপোলো হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপর আহত আহসানুল হক ইমন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট অপারেটিভে চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

আজ রবিবার সকাল ১০টার দিকে রিজভী হাসান বাবুর সবুজবাগ থানার পূর্ব বাসাবোর ১০/৩/৩ নম্বর বাসায় গেলে নিহতের বাবা আবুল কালাম ও তাদের পরিবারের কেউ এ প্রতিবেদকের সঙ্গে কথা বলতে রাজি হননি।

ওই বাড়ির দারোয়ান আবদুল মালেক এই প্রতিবেদককে বলেন, ‘ছেলের এই মর্মান্তিক মৃত্যুতে বাবু ভাইয়ের বাবা এখন মানসিকভাবে বিপর্যস্ত। তিনি কারো সঙ্গে কথা বলতে চাইছেন না। ’

মতিঝিল থানা সূত্র জানায়, গতকাল শনিবার রাতে নিহতের বাবা আবুল কালাম বাদি হয়ে একটি হত্যা মামলা করেন। মতিঝিল থানার মামলা নম্বর-২৩। এতে তিনি ছয়জনের নাম উল্লেখ করেছেন।

জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপকমিশনার মাসুদুর রহমান বলেন, যুবলীগকর্মী বাবু হত্যাকাণ্ডের ঘটনায় মতিঝিল থানায় একটি মামলা হয়েছে। পুলিশের পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশও ছায়া তদন্তে নেমেছে। রাজনৈতিক, ব্যবসায়িক ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড হয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।

এই সংক্রান্ত আরো সংবাদ

দেশের কয়েকটি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা

দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টিবিস্তারিত পড়ুন

শিবির সভাপতি: অন্তর্বর্তী সরকার জুলাই বিপ্লবকে ধারণ করতে পারেনি

ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “অন্তর্বর্তী সরকার পুরোপুরি ব্যর্থবিস্তারিত পড়ুন

মহাকাশে কতগুলো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে, শীর্ষে কোন দেশ?

এখন পর্যন্ত পৃথিবীর কক্ষপথে মোট ৩০ হাজারের বেশি স্যাটেলাইট উৎক্ষেপণবিস্তারিত পড়ুন

  • শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
  • কলম্বোর সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করতে চায় ঢাকা
  • রিজভী: দলের কেউ অপরাধ করলে কঠোর ব্যবস্থা
  • শফিকুর রহমান: পরিপূর্ণ সংস্কার ও নির্বাচন আদায় করে ছাড়বো
  • যুদ্ধবিরতির ‘খুব কাছাকাছি’ হামাস-ইসরায়েল
  • টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে গিয়ে গাঁজা সেবন, ৫ পর্যটকের কারাদণ্ড-অর্থদণ্ড
  • ঝিনাইদহে আদালত চত্বরে মামলার স্বাক্ষীকে মারধর
  • ২০২৪ সালে ‘ডামি নির্বাচন’ হয়েছে, আদালতে স্বীকার করলেন হাবিবুল আউয়াল
  • দেড় কোটি বাংলাদেশি প্রবাসীকে ভোটার করতে আইনি নোটিশ
  • দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনের অনিয়ম তদন্তে কমিটি
  • খামেনি: ইরান আমেরিকার মুখে এক কঠিন থাপ্পড় দিয়েছে
  • জুলাই স্মৃতি উদ্‌যাপনে কর্মসূচি ঘোষণা