যুবলীগকর্মী বাবু হত্যা: ছায়াতদন্তে মাঠে গোয়েন্দা পুলিশ

মতিঝিলের যুবলীগকর্মী রিজভী হাসান বাবু হত্যাকাণ্ডে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে এই হত্যাকাণ্ডের কারণ খতিয়ে দেখতে ছায়া তদন্তে মাঠে নেমেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
বাবু হত্যার ঘটনায় তার বাবা মো. আবুল কালাম বাদী হয়ে শনিবার রাতে মতিঝিল থানায় ছয়জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেন। কোনো ধরনের বিরোধ থেকে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে মামলার এজাহারে সন্দেহ করা হয়েছে।
মামলার এজাহারে বাদী আবুল কালাম বলেন, ‘আমার ছেলে মতিঝিল এজিবি কলোনিতে বড় হয়েছে। সেখানে তার যাতায়াত ছিল, সে কারণে অনেকের সঙ্গে বিভিন্ন বিষয়ে তার বিরোধ থাকতে পারে। ওই বিরোধের কারণে হিরক, মিলন, সানী, আমিনুল, রাজা ও আলম এই হত্যকাণ্ড ঘটিয়েছে বলে আমার ধারণা।’
গত শুক্রবার রাতে মতিঝিল এজিবি কলোনির ১৯ নম্বর ক্লাবে দুর্বৃত্তদের গুলিতে আহত হন যুবলীগকর্মী রিজভী হাসান বাবু ও তার বন্ধু আহসানুল হক ইমন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বাবুকে প্রথমে স্কয়ার হাসপাতালে পরে অ্যাপোলো হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপর আহত আহসানুল হক ইমন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট অপারেটিভে চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
আজ রবিবার সকাল ১০টার দিকে রিজভী হাসান বাবুর সবুজবাগ থানার পূর্ব বাসাবোর ১০/৩/৩ নম্বর বাসায় গেলে নিহতের বাবা আবুল কালাম ও তাদের পরিবারের কেউ এ প্রতিবেদকের সঙ্গে কথা বলতে রাজি হননি।
ওই বাড়ির দারোয়ান আবদুল মালেক এই প্রতিবেদককে বলেন, ‘ছেলের এই মর্মান্তিক মৃত্যুতে বাবু ভাইয়ের বাবা এখন মানসিকভাবে বিপর্যস্ত। তিনি কারো সঙ্গে কথা বলতে চাইছেন না। ’
মতিঝিল থানা সূত্র জানায়, গতকাল শনিবার রাতে নিহতের বাবা আবুল কালাম বাদি হয়ে একটি হত্যা মামলা করেন। মতিঝিল থানার মামলা নম্বর-২৩। এতে তিনি ছয়জনের নাম উল্লেখ করেছেন।
জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপকমিশনার মাসুদুর রহমান বলেন, যুবলীগকর্মী বাবু হত্যাকাণ্ডের ঘটনায় মতিঝিল থানায় একটি মামলা হয়েছে। পুলিশের পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশও ছায়া তদন্তে নেমেছে। রাজনৈতিক, ব্যবসায়িক ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড হয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।
এই সংক্রান্ত আরো সংবাদ

মিরপুরে ঝগড়ার জেরে ‘সাততলা থেকে ফেলে’ যুবককে হত্যার অভিযোগ
রাজধানী ঢাকার মিরপুরের পাইকপাড়া এলাকায় এক যুবককে বাসা থেকে ডেকেবিস্তারিত পড়ুন

‘হলে থাকতেন-টিউশনি করতেন, এখন পাঁচ-ছয় কোটি টাকার গাড়িতে চড়েন’
বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু বলেছেন, “কিছু উপদেষ্টা আছেন যারাবিস্তারিত পড়ুন

শুক্রবার বৈঠকে বসছেন ইউনূস-মোদি
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে শুক্রবার (৪ এপ্রিল) বাংলাদেশেরবিস্তারিত পড়ুন