বুধবার, নভেম্বর ২৭, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

যুবলীগ নেতার ওপর হামলা, পরিবার নিয়ে আত্মগোপনে

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বালিপাড়া ইউনিয়ন যুবলীগ নেতার বাসায় গত বৃহস্পতিবার হামলা ও লুটপাট চালিয়েছে সন্ত্রাসীরা। এর পর থেকেই পরিবারটির সদস্যরা প্রাণভয়ে পালিয়ে বেড়াচ্ছে।

অভিযোগ উঠেছে, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির ছেলে ছাত্রলীগকর্মী আদনানের নেতৃত্বে এই হামলা চালানো হয়। এ কারণে কোনো মামলা নেয়নি পুলিশ।

আজ শনিবার দুপুরে হামলার শিকার বালিপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. আবদুল বারী এই অভিযোগ করেন।

বারী অভিযোগ করে বলেন, হামলাকারী আদনান বাহিনীর সন্ত্রাসীরা এখন তাঁর বাড়ির আশপাশে পাহারা বসিয়েছে। এ জন্য তিনি ও তাঁর পরিবারের সদস্যরা প্রাণভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। দলবল নিয়ে শুক্রবার সন্ধ্যায় এলাকায় মহড়াও দিয়েছে আদনান ও বাহিনীর সদস্যরা। হামলার ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করা হলেও পুলিশ এখনো মামলা নেয়নি। ফলে নিরাপত্তাহীনতায় আতঙ্কিত হয়ে পড়েছে তাঁর পরিবার।

এ বিষয়ে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামানের কাছে জানতে চাওয়া হলে তিনি এখনো কোনো লিখিত অভিযোগ পাননি বলে দাবি করেন।

তবে আবদুল বারী জানান, শুক্রবার দিবাগত রাত ১২টার সময় তিনি নিজে বাদী হয়ে ওসি মনিরুজ্জামানের কাছে অভিযোগপত্র দেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন পৌর যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম জুয়েল।

যুবলীগ নেতা বারী অভিযোগ করেন, বৃহস্পতিবার সন্ধ্যায় বালিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম হোসেন বাদলের ছেলে ছাত্রলীগকর্মী আদনান শতাধিক সহযোগী নিয়ে তাঁর বাড়িতে হামলা চালায়। এ সময় গুলিবর্ষণসহ ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায় তারা। সেই সময় হামলাকারীরা তাঁর স্ত্রী, সন্তান ও বাসার অন্য নারীদের মারধর করে ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। পরে বাসার ভেতর থেকে আসবাবপত্র রাস্তায় এনে আগুন ধরিয়ে দেয় তারা।

বারী দাবি করেন, তাঁর বাসা থেকে ৪০ লাখ টাকা, ১৫ ভরি স্বর্ণালংকার ও ট্রেনের কোটি টাকা মূল্যের টিকেট লুট করে নিয়ে যায় হামলাকারীরা। আতঙ্ক ছড়াতে এ সময় আদনান ও তাঁর সহযোগীরা প্রায় ১৫টি গুলি করে।

হামলাকারীরা পরে বালিপাড়া যুবলীগের অফিসে হামলা ও ভাঙচুর করে বলেও জানান আবদুল বারী। তাঁর অভিযোগ, যুবলীগের অফিসে তাঁকে হত্যার জন্য গুলি চালানো হয়। কিন্তু তিনি দৌড়ে পালিয়ে প্রাণে বাঁচেন।

তবে এসব অভিযোগ অস্বীকার করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম হোসেন বাদল।

এই সংক্রান্ত আরো সংবাদ

নান্দাইলে চাচাতো ভাইয়ের হাতে চাচাতো ভাই খুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বুধবার (১৯ জুন) সকালে ক্ষেতের আইল কাটাকেবিস্তারিত পড়ুন

ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর

সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন

ময়মনসিংহে ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে জনসচেতনামূলক সভা 

ভূমি সংক্রান্ত সকল অনলাইন সেবার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “স্মার্টবিস্তারিত পড়ুন

  • ময়মনসিংহের এমপি শান্ত দলীয় বিরোধে পদত্যাগের ঘোষণা 
  • গফরগাঁওয়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক শামছুন নাহার
  • ময়মনসিংহের অবৈধ সম্পর্কের পরিণতিতে ভাবী দেবরের বিয়ে !!
  • ময়মনসিংহের মুক্তাগাছায় দুপক্ষের সংঘর্ষে নিহত ২
  • ময়মনসিংহে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত
  • ময়মনসিংহে লিচু দেয়ার প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা
  • গার্মেন্টসকর্মী ধর্ষণের দায়ে দু’জনের যাবজ্জীবন
  • এক কলাগাছে শতাধিক মোচা
  • ময়মনসিংহে ইমামকে কুপিয়েছে মাদ্রাসার ছাত্ররা
  • ময়মনসিংহে আহত ইমামের ঢামেকে অপারেশন চলছে
  • অন্তঃসত্ত্বা কিশোরীকে জোর করে গর্ভপাত, অভিযোগ ইউপি মেম্বারের বিরুদ্ধে
  • ময়মনসিংহে প্রথম মহিলা কামিল মাদ্রাসা