যুবলীগ নেতার ঘুষের টাকা ফেরত দিলেন এমপি

গ্রাহকদের বিদ্যুৎসংযোগ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মোটা অঙ্কের ঘুষ আদায় করেছিলেন স্থানীয় যু্বলীগ নেতা। সেই খবর ফেসবুকে প্রচার হলে টনক নড়ে স্থানীয় সংসদ সদস্যের (এমপি)। বিদ্যুৎসংযোগ স্থাপনের এক অনুষ্ঠানে এসে গ্রাহকদের সেই ঘুষের টাকা ফেরত দিলেন তিনি।
নাটোরের গুরুদাসপুরের নওপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত যুবলীগ নেতার নাম ইউনুস আলী বাবু। বাবুর নেওয়া ঘুষের টাকা গ্রাহকদের ফিরিয়ে দিয়ে জনগণের কাছে নায়ক বনে গেছেন সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস। শনিবার নওপাড়া গ্রামে বিদ্যুৎসংযোগের উদ্বোধনী অনুষ্ঠানে খামে ভরে সেই টাকা ফেরত দেওয়া হয় গ্রামবাসীকে।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, নাটোরের গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের পশ্চিম নওপাড়া গ্রামে ৩০ লাখ টাকা ব্যয়ে ৪৭ গ্রাহকের জন্য এক কিলোমিটার বিদ্যুৎসংযোগের লাইন স্থাপন করে স্থানীয় পল্লী বিদ্যুৎ সমিতি। কিন্তু স্থানীয় যুবলীগ নেতা ইউনুস আলী বাবু বিদ্যুৎসংযোগ দেওয়ার নাম করে ৪০ জন গ্রাহকের কাছ থেকে আড়াই হাজার টাকা করে মোট এক লাখ ২০ হাজার টাকা আদায় করেন। সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুসের ফেসবুক পেজে এক গ্রাহক টাকা আদায়ের বিষয়টি উল্লেখ করেন।
শনিবার রাতে পশ্চিম নওপাড়া গ্রামে বিদ্যুৎসংযোগের উদ্বোধন করতে যান এমপি আব্দুল কুদ্দুস। এ সময় গ্রাহকদের কাছ থেকে আদায় করা টাকা আগে ফেরত দিয়ে পরে বিদ্যুৎসংযোগের উদ্বোধন করেন তিনি।
এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বিদ্যুৎসংযোগ উদ্বোধন অনুষ্ঠানে চাপিলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল করিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার নিতাই কুমার সরকার, গুরুদাসপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মোস্তাফিজুর রহমান, বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল জলিলসহ অন্যরা।
সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুসের পিএস (ব্যক্তিগত সহকারী) ইব্রাহিম হোসেন জানান, এর আগে বড়াইগ্রাম এলাকার এক ব্যক্তি বিদ্যুৎসংযোগ দেওয়ার নাম করে গ্রাহকদের কাছ থেকে টাকা আদায় করে। বিষয়টি এমপির নজরে এলে ওই ব্যক্তির জমি বিক্রি করে গ্রাহকদের টাকা পরিশোধ করা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ

ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন

সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত
নিজস্ব সংবাদদাতা: শীর্ষস্থানীয় জঙ্গিবাদী সংগঠন জামাতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এরবিস্তারিত পড়ুন