যুবলীগ নেতার নির্যাতনে স্ত্রীর আত্মহত্যার চেষ্টা
নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন যুবলীগ নেতা ইয়ামিনের স্ত্রী নিপা খাতুন (৩০)। নিপা বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন আছেন।
নিপার স্বামী ইয়ামিন রাজশাহী মহানগর যুবলীগের ৩০ নম্বর ওয়ার্ডের (দক্ষিণ) সভাপতি।
এদিকে নির্যাতনের পরও মামলা না করতে ওই যুবলীগ নেতা হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন নির্যাতিত গৃহবধূ নিপার নিকটাত্মীয়রা।
তারা বলেন, মামলা করা হলে প্রাণে মেরে ফেলারও হুমকি দিচ্ছেন ইয়ামিন ও তার লোকজন। ফলে নিরাপত্তাহীনতায় রয়েছেন নিপার নিকটাত্মীয়রা।
নিপার মা হানুফা খাতুন জানান, ১২ বছর আগে মির্জাপুর এলাকার যুবলীগ নেতা ইয়ামিনের সঙ্গে নিপার বিয়ে হয়। তাদের ঘরে ইমু নামে ১০ বছরের একটি কন্যা সন্তান রয়েছে।
তিনি বলেন, যৌতুকের জন্য বিয়ের পর থেকেই ইয়ামিন নিপার ওপরে শারীরিক এবং মানসিক নির্যাতন করে। এরই ধারাবাহিকতায় ১৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় ইয়ামিন, তার ভাই নুরু ও আল আমিনসহ পরিবারের সদস্যরা তাকে মারধর করে।
নিপার মা আরো জানান, এ ঘটনার ক্ষোভ আর অভিমানে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা চালায় নিপা। বিষয়টি টের পেয়ে ইয়ামিন ও তার পরিবারের সদস্যরা নিপাকে মাটিতে ফেলে কিল ও ঘুষি মারতে থাকে।
তিনি বলেন, একপর্যায়ে ইয়ামিন নিপার পেটে লাথি মারে। এতে নিপার রক্তক্ষরণ শুরু হয়। এসময় তাকে পরিবারের অন্য সদস্যরাও বেধড়ক পেটায়।
হানুফা খাতুন বলেন, খবর পেলে তারা নিপাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়। আত্মহত্যার চেষ্টা চালানোয় তার গলায় দাগ পড়েছে।
ওসিসি’র পুলিশ কর্মকর্তা এসআই নাজমা বেগম বলেন, ‘নিপাকে বেধড়ক পেটানো হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। আত্মহত্যার চেষ্টা চালানোর কারণে তার গলায় কালো দাগ পড়েছে।’
তিনি বলেন, ‘বিষয়টি জানার জন্য আমরা নিপার স্বামী ইয়ামিনকে ডেকেছিলাম। কিন্তু তিনি ওসিসি-তে আসেননি। এ ঘটনার পর নিপা যদি সংসার করতে চান, তাহলে আমরা বিষয়টি মীমাংসা করে দেব। আর যদি সংসার না চান, তাহলে তাকে আইনি সহায়তা করা হবে।’
যোগাযোগ করা হলে যুবলীগ নেতা ইয়ামিন বলেন, ‘আমার নামে মিথ্যে অপবাদ দিয়ে আমার স্ত্রী আত্মহত্যার চেষ্টা করেছে। তাকে কোনো ধরনের নির্যাতন করা হয়নি।’
এই সংক্রান্ত আরো সংবাদ
ভর্তি পরীক্ষায় জালিয়াতি: জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আল্টিমেটাম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিগত ভর্তি পরীক্ষাগুলোতে জালিয়াতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধেবিস্তারিত পড়ুন
সংঘর্ষের ঘটনায় রাবি কর্তৃপক্ষের মামলা, গ্রেপ্তার ১
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের করেছেবিস্তারিত পড়ুন
স্থানীয়দের সঙ্গে রাবি শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ২০
বাসের সিটে বসাকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের সঙ্গেবিস্তারিত পড়ুন