যুবলীগ নেতা শুকুর হত্যায় জড়িত সন্দেহে আটক ১
জেলার গাংনী উপজেলার বামন্দী নিশিপুরের শুকুর আলী হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে মাসুদ নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
রোববার রাতে বামন্দী বাজার এলাক থেকে তাকে আটক করে গাংনী থানা পুলিশের একটি দল। আটক মাদক ব্যবসায়ী মাসুদ বামন্দী-নিশিপুর গ্রামের মৃত ফয়েজ উদ্দীনের ছেলে।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন মামলা ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের ভাই আব্দুল হাদি রোববার গাংনী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে নিশিপুরের মাসুদকে আটক করেছে পুলিশ। বামন্দী বাজারে একটি চায়ের দোকান রয়েছে মাসুদের। তবে চায়ের দোকানের আড়ালে মাসুদ ফেনসিডিলের ব্যবসার সঙ্গে জড়িত বলে জানায় পুলিশ।
গাংনী থানার ওসি আকরাম হোসেন আরো জানান, নিহত শুকুর আলীর সঙ্গে মাসুদের সখ্যতা ছিল। শুকুর আলীর ব্যক্তিগত জীবনসহ বিভিন্ন বিষয়ে মাসুদের কাছে অনেক তথ্য রয়েছে। থানায় মাসুদকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শুকুর আলী সম্পর্কে মাসুদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্যও মিলেছে। মাসুদ একজন চিহ্নিত ফেনসিডিল ব্যবসায়ী। তার নামে গাংনী থানায় মাদকের তিনটি মামলা রয়েছে। যা আদালতে বিচারাধীন। এছাড়াও মাসুদের বিরুদ্ধে এলাকায় নানা রকম অভিযোগ রয়েছে বলেও জানান ওসি। জিজ্ঞাসাবাদ শেষে সোমবার মাসুদকে শুকুর আলী হত্যা মামলার সন্দেহভাজন আসামি হিসেবে আদালতে সোপর্দ করা হবে। মাসুদের জিজ্ঞাসাবাদের হত্যাকাণ্ড সম্পর্কে তথ্য পেলেও আসামি গ্রেপ্তার ও মামলা তদন্তের স্বার্থে তা গোপন রেখেছে পুলিশ।
উল্লেখ্য, নিশিপুর গ্রামের দাউদ হোসেনের ছেলে ও ইউপি যুবলীগের সাবেক প্রচার সম্পাদক শুকুর আলীকে শুক্রবার রাতের কোনো এক সময় কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। রোববার সকালে বামন্দী গো-হাট সংলগ্ন সরকারি পুকুর থেকে শুকুর আলীর লাশ উদ্ধার করে পুলিশ। এক সময় শুকুর আলী মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তার ব্যক্তিগত জীবন ও ব্যবসায়িক বিষয়গুলো গুরুত্ব দিয়ে তদন্ত করছে পুলিশ। তবে পুলিশ ও নিহতের পরিবারের কাছে এখনো পর্যন্ত হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে স্পষ্ট নয়।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন